শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০১৯, ০৬:২৫ সকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৯, ০৬:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শপথ প্রসঙ্গে বিএনপির বিরুদ্ধে সমন্বয়হীনতা ও নেতৃত্বের অন্তসারশূণ্যতার অভিযোগ, অনেকের মতে সরকার এখন সর্তক হবে

নুর নাহার : বিএনপির শপথ গ্রহণের মধ্যে দিয়ে পূর্ণতা পেলো জাতীয় সংসদ। দেরিতে হলেও দলটির এমপিদের শপথ গ্রহণ দেশের জন্য সুফল বয়ে আনবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিএনপি নেতারা বলছেন কর্তৃত্ববাদি শাসন থেকে মানুষের মুক্তি, সরকারের অন্যায় অত্যাচারের চিত্র তুলে ধরতেই তাদের সংসদে যাওয়া। যমুনা টিভি

সব জল্পনার অবসান ঘটিয়ে সোমবার সংসদ সদস্য হিসেবে শপথ নেন বিএনপি থেকে নির্বাচিত আরো ৪জন। সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব জানান নেত্রির মুক্তি ও সরকারের দু:শাসনের চিত্র তুলে ধরতেই যতোটুকু সুযোগ রয়েছে তার সুষ্টু ব্যবহার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য।

দেরিতে হলেও বিএনপি থেকে নির্বাচিতদের সংসদে ফেরার বিষয়ে ভিন্নমত রয়েছে রাজনীতি সংশ্লিষ্টদের।

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, সার্বিক প্রেক্ষাপট বিবেচনা করেই আমাদের আগের সিদ্ধান্তের পূণমূল্যায়ণ হয়েছে। আমরা সংসদে গিয়ে সেখানে কথা বলার যে ন্যূনতম সুযোগ সেটি কাজে লাগাতে চাই।

আওয়ামী লীগ তথ্য ও গবেষনা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, এই শপথ ঠেকানোর নামে দীর্ঘদিন যারা চেষ্টা করেছে বিএনপির সেই মূল নেতৃত্বের তাদের নেতিবাচক রাজনীতির অন্তসারশূন্যতা প্রমানিত হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন, বিএনপি হয়তো ভেবেছে যে সংসদ বর্জন করে তাদের তো গেইন করার কিছু নেই। যদি মির্জা ফখরুল সংসদে যান তাহলে তাদের এক ধরণের জায়গা তৈরি হবে।

রাজনৈতিক বিশ্লেষক ড. এম আবুল কাশেম মজুমদার বলেন, এর ফলে সরকার একতরফা চিন্তা করার চাইতে কিছুটা হলেও সতর্ক থাকবে এবং গণতন্ত্রের যে পূর্বশর্ত সংসদে জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি আরো বলেন, বিএনপি স্বীকার করুক আর না করুক পরিষ্কার দেখা যায় তাদের সমন্বয়ের অভাব রয়েছে।
বিএনপির সিদ্ধান্তকে রাজনৈতিক পরিপক্কতার প্রমাণ বলছেন রাজনৈতিক সচেতনরা। হাতেগোনা কয়েকজন এমপি নিয়ে সংসদে কতটা সরব হতে পারে সেটাই এখন দেখার বিষয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়