শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০১৯, ০৮:২৬ সকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৯, ০৮:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরওয়েতে রুশ গুপ্তচর তিমি আটক

আব্দুর রাজ্জাক : নরওয়ের উত্তরাঞ্চলীয় কাউন্টি ফিনমার্ক উপকূলে হঠাৎ একটি বিশেষ তিমি দেখে আতকে ওঠেন জেলেরা। আকস্মিকভাবে এই বেলুগা তিমিটি চোখে পড়লে জেলেরা দেশটির ফিশারি বিভাগে যোগাযোগ করে সহযোগিতা চায়। সিএনএন

তিমিটির বর্ণনা দেন জোয়ার হেসেন। এই জেলেই প্রথম তিমিটিকে তাড়া করেন। তিনি বলেন, তিমিটি বিশেষভাবে সাজানো ছিলো তার গলায় একটি বর্মও পড়ানো ছিলো এবং বর্মটির সঙ্গে ক্যামেরা লাগানো ছিলো।

নরওয়ের ফিশারি বিভাগের সমুদ্র বিশেষজ্ঞ জর্জেন রী উইগ বলেন, তিমিটিকে রুশ সামরিক বাহিনীর মাধ্যমে বিশেষভাবে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এবং এটি জেলেদের কাছে তার গলার বর্মটি খোলার জন্য সাহায্য চাইতেই হয়তো উপকূলে ভিড়েছিলো।

জর্জেন রী উইগ আরো বলেন, ‘বর্মটি বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে এবং এর উভয় পার্শ্বে ক্যামেরা লাগানো ছিলো। আমরা বিশ্বাস করি, তিমিটি রাশিয়ার মারমানস্ক থেকে এসেছে এবং এটি রুশ নৌবাহিনীর দ্বারা প্রশিক্ষিত হয়েছে। রুশ নৌবাহিনী আগে এই বেলুগা তিমিকে প্রশিক্ষণ দিয়ে এর মাধ্যমে সামরিক অভিযান পরিচালনা, ঘাঁটি পাহারা, ডুবুরিদের সহায়তা ও হারানো জিনিস খুঁজে পেতে ব্যবহার করতো।’

উল্লেখ্য, ২০১৭ সালেও মারমানস্ক সামুদ্রিক জীব গবেষণা প্রতিষ্ঠান বেলুগা তিমি, ডলফিনকে সামরিক ভূমিকা রাখার জন্য প্রশিক্ষণ দিয়েছিলো বলে সাইবেরিয়া টাইমস জানায়। তবে গত সপ্তাহে আটক করা তিমিটির গলা থেকে বর্মটি অপসারণ করে তা আবারো মুক্ত করে দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়