শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০১৯, ০৫:২৪ সকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৯, ০৫:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন এক বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেলো ৫ কুকুর

আব্দুর রাজ্জাক : শিক্ষার্থীদের পরীক্ষার চাপ সংক্রান্ত ঝুঁকি হ্রাস করতে ওই কুকুরগুলোকে কর্মী হিসেবে নিয়োগ দিয়েছে মার্কিন মিডলসেক্স ইউনিভার্সিটি। ইতোমধ্যেই ৫ কুকুর কর্মীর নিয়োগ নিশ্চিত করে আলাদা আলাদা আইডি কার্ডও প্রদান করা হয়েছে। বিবিসি

কুকুরগুলো শিক্ষকদের সহকারি হিসেবে ও শিক্ষার্থীদের সুস্থতার জন্য কাজ করবে যেনো কোনো শিক্ষার্থী পরীক্ষা ও পড়াশোনার চাপে স্বাস্থ্য ঝুঁকিতে না পড়ে। এর মাধ্যমে সত্যিকার অর্থেই চাপ কমানো সম্ভব হবে বলে মন্তব্য করেন বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তা ফিয়োনা সুথার্স।

ফিয়োনা সুথার্স বলেন, ‘কুকুরগুলোকে কঠোর পরিশ্রমের জন্য বিশেষভাবে প্রশিক্ষণ দেয়া হয়েছে। আমরা যখন প্রথম এই প্রকল্পটি চালু করি তখন এটি আসলে সাফল্যের সঙ্গে কাজ করবে কেউ তা ভাবতে পারেনি। কিন্তু কুকুরগুলো এখন বিস্ময়করভাবে সেবা দিচ্ছে এবং তাদের অংশগ্রহণ আরো বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে।’

শিক্ষর্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য প্রত্যেকটি স্কুল ও ইউনিভার্সিটিতে কুকুরের ব্যবহার নিশ্চিত করতে চান বাকিংহাম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অ্যান্থনি সেলডন। তিনি বলেন, শিশুদের জন্য নিরাপদ করে তাদের মানসিক চিকিৎসায় যুক্তরাষ্ট্রের প্রত্যেকটি স্কুলে অন্তত ১টি করে কুকুর রাখা উচিৎ।

অ্যান্থনি সেলডনের পরামর্শ সমর্থন করেছেন মার্কিন শিক্ষামন্ত্রী ডামিয়ান হিন্ডস। তিনি বলেন, মানসিক সুস্থতার জন্য কুকুর ব্যবহার করা যেতে পারে। এমনকি পোষা কুকুরগুলোও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়