শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০১৯, ১১:৫৬ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৯, ১১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারা দেশে বাড়তি নিরাপত্তার নির্দেশ মন্ত্রিসভার

নিজস্ব প্রতিবেদক : শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার প্রেক্ষাপটে বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীকে বাড়তি নজরদারির নির্দেশ দেয়া হয়েছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার ঘটনায় শোক ও নিন্দা প্রস্তাব নিয়ে আলোচনার সময় এ নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনায় বলা হয়, বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর যে অবকাঠামোগত অবস্থা রয়েছে, তার মধ্যে থেকেই সারা দেশে নজরদারি বৃদ্ধি করতে হবে। এরই মধ্যে সতর্কতামূলক ব্যবস্থা নেয়ায় নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদও জানানো হয় সভায়। মন্ত্রিসভা বৈঠকে শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় শোক ও নিন্দা জানানো হয়।

মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব (সমন্বয় ও সংস্কার) মো. শামসুল আরেফিন বলেন, গত ২১শে এপ্রিল শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ পার্শ্ববর্তী শহরতলির আটটি স্থানে সংগঠিত সন্ত্রাসী বোমা হামলায় ২৫৩ জন নিহত এবং ৫০০ জন আহত হওয়ায় মন্ত্রিসভা শোক ও গভীর দুঃখ প্রকাশ করে শোক প্রস্তাব গ্রহণ করেছে।

তিনি বলেন, এই বর্বরোচিত হামলায় বাংলাদেশের একাদশ জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ৮ বছর বয়সী নাতি জায়ান চৌধুরী শ্রীলঙ্কার সাংগ্রিলা হোটেলে নাস্তা করার সময় নিহত এবং জায়ানের বাবা মশিউল হক চৌধুরী মারাত্মকভাবে আহত হন। সিনিয়র সচিব বলেন, অপ্রত্যাশিত এই অমানবিক ন্যক্কারজনক ঘটনায় বিশ্ববাসীর সঙ্গে বাংলাদেশের জনগণও গভীরভাবে মর্মাহত।

সারা বিশ্বের শান্তিকামী মানুষ ও বিশ্ব নেতাদের সঙ্গে একাত্ম হয়ে মন্ত্রিসভা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। বাংলাদেশ সরকার এই সন্ত্রাসী হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করছে। তিনি বলেন, মন্ত্রিসভা এই সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনাসহ তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা, আন্তরিক সহমর্মিতা ও সুদৃঢ় সংহতি প্রকাশ করছে এবং আহত ব্যক্তিদের সুচিকিৎসা ও দ্রুত আরোগ্য কামনা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়