শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০১৯, ০৪:২২ সকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৯, ০৪:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ জার্সি নিয়ে যা বললেন পাপন

আসন্ন ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের জার্সির ডিজাইন প্রকাশ্যে আসার পর থেকেই নানা সমালোচনা শুরু হয়েছে। গতকাল রোববার বিকেলে বাংলাদেশের দুটি ম্যাচ জার্সি (হোম অ্যান্ড অ্যাওয়ে) সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে।

এরপর থেকেই দেশের ক্রিকেট ভক্তরা সেই জার্সির ছবি নিয়ে নানা মন্তব্য করতে থাকেন। মন্তব্যে অধিকাংশ ভক্তই এ জার্সি তাদের পছন্দ না হওয়ার বিষয়টি তুলে এনেছেন। তবে কেউ কেউ আবার এই জার্সিকেই গ্রহণ করার জন্য মতামত দিয়েছেন।

আজ সোমবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জার্সি উন্মোচিত হয়েছে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অধিনায়ক মাশরাফির হাতে জার্সি তুলে দিয়ে এর উন্মেচন করা হয়। এরপর জার্সি গায়ে দিয়ে বিসিবি সভাপতি, পরিচালক থেকে শুরু করে বিশ্বকাপ স্কোয়াডের খেলোয়াড়রা ফটোসেশন করেন।

এই বিশ্বকাপ জার্সি গায়ে ফটোসেশনের সময় আমাদের সময়’র ফেসবুক পেজ এ অনেকেই মন্তব্য করেন। রিয়াজ রুমন নামে একজন লেখেন, ‘মনটাই খারাপ হয়ে গেছে, লাল রং বাদ দেওয়াটা মোটেও ঠিক হয় নাই।’

বাংলাদেশের পতাকা কই গেল উল্লেখ করে শেখ সাহিনুর জালাল নামে একজন প্রশ্ন করেন।

বাংলাদেশের নামটা লাল রঙে লেখা হলে ভালো হতো বলে মতামত দেন রবিউল ইসলাম রুবেল নামের একজন। শামীম হোসেন নামের একজন লেখেন, ‘ভালো লাগার মতো হয় নাই।’

মোহাম্মদ জুয়েল রানা নামের একজন প্রশ্ন তোলেন, এটা বাংলাদেশ নাকি পাকিস্তানের জার্সি।

কেউ কেউ আবার জানিয়েছেন এ জার্সি তাদের পছন্দ হয়েছে। ইসলাম মাইনুল নামে একজন লেখেন, ‘চলে, খারাপ না।’

তবে এই জার্সি পছন্দ হয়েছে বলে মতামত দিতে খুব একটা দেখা যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘জার্সিটা ভালোই লেগেছে। কারণ, আমি এজন্য বলব ভালোই লেগেছে, আসলে অত ভালো করে দেখিই নাই। আজকে কিন্তু প্রথম দেখলাম। এ জার্সিটা আমার জানা মতে প্লেয়ারদের মতামত নিয়ে একটা সিলেকশন করা হয় প্রতিবার, সো ওরা যখন খুশি, আমিও খুশি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়