শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০১৯, ০৪:২০ সকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৯, ০৪:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইনশৃঙ্খলা বাহিনী সফলতার সাথে সন্ত্রাস ও জঙ্গি দমনে কাজ করে যাচ্ছে, বললেন প্রধানমন্ত্রী

আবুল বাশার নুরু: সন্ত্রাসবাদ মোকাবেলায় বিশ্ব জনমত তৈরির তাগিদ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশের আইনশৃঙ্খলা বাহিনী সফলতার পরিচয় দিয়ে সন্ত্রাস ও জঙ্গি দমনে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সাধারণ জনগণকে এ বিষয়ে সজাগ থাকার পরামর্শ দেন তিনি। সোমবার রাতে জাতীয় সংসদে সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

সারা বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করে সকল দেশের সংসদ, সরকার ও নাগরিকদের এ বিষয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে জাতীয় সংসদে একটি প্রস্তাব উত্থাপন করেন প্রবীণ সংসদ সদস্য তোফায়েল আহমেদ। প্রস্তাবে বলা হয়, ক্রাইস্টচার্চের মসজিদ ও শ্রীলঙ্কার গীর্জা, হোটেলে সন্ত্রাসী হামলা ও ফেণীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাতকে যৌন নিপীড়ন ও পুড়িয়ে মারার ঘটনায় গভীর ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করা হয়। শ্রীলংকায় বোমা হামলায় নিহত শিশু জায়ানের নানা শেখ ফজলুল করিম সেলিমও এ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন।

এরপরই কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বলেন সন্ত্রাস এখন একটি বৈশ্বিক সমস্যা। শেখ হাসিনা মাদ্রাসা শিক্ষার্থী নুসরাতের প্রসঙ্গ টেনে মাদ্রাসা শিক্ষায় শিক্ষকদের ভূমিকা নিয়েও কথা বলেন। বাংলাদেশ হবে সকল প্রকার সন্ত্রাস ও জঙ্গীবাদী আচরন মুক্তএকটি শান্তির দেশ এমন আশাবাদ ও উচ্চারণ করেন সরকার প্রধান। পরে কন্ঠভোটে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হয় সংসদে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়