শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০১৯, ০৩:২২ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৯, ০৩:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বছিলায় জঙ্গিরা আমাদের ওপর গুলি চালালে আমরাও হামলা করি, বললেন র‌্যাব কর্মকর্তা

ফাহিম বিজয় : ঢাকার মোহাম্মদপুর সংলগ্ন বছিলা এলাকায় 'জঙ্গি আস্তানায় দুইজন নিহত হয়ে থাকতে পারে বলে র‌্যাব ধারণা করছে। র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, তিন জনের পায়ের নমুনা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, দুইজন নিহত হয়েছে। তবে ফরেনসিক পরীক্ষায় বোঝা যাবে কয়জন মারা গেছেন। উল্লেখ্য বিস্ফোরণে লাশুগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেছে। বিবিসি বাংলা

বাড়িটির ভেতর আর কেউ জীবিত নেই বলে র‌্যাব নিশ্চিত হয়েছে। তবে নিহতদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক ও তত্ত্বাবধানকারী, কাছের একটি মসজিদের ইমাম সহ কয়েকজনকে আটক করেছে র‌্যাব।
বাড়ির মালিক জানিয়েছেন, এ মাসের ১ তারিখ থেকে টিনশেড এই বাড়িটি ভাড়া নেয়া হয়। তবে ভাড়া দেয়ার সময় তাদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের কোনো কপি নেয়া হয়নি। রোববার রাত সাড়ে ৩টা থেকে জঙ্গি সন্দেহে বাড়ি ঘিরে রাখে র‌্যাব। সেখানে গোলাগুলি ও বিস্ফোরণ হয়েছে বলে বাহিনীটি জানিয়েছে।

র‌্যাব-২ পরিচালক আশিক বিল্লাহ জানিয়েছেন, "আমরা তথ্য পেয়েছিলাম যে, এই বাড়িতে জঙ্গি আস্তানা থাকতে পারে। সেই তথ্যের ওপর ভিত্তি করে আমাদের পেট্রোল টিম সেখানে গেলে তাদের লক্ষ্য করে বাড়ির ভেতর থেকে গুলি করা হয়। তখন আমরাও পজিশন নিয়ে পাল্টা গুলি করেছি।

বাড়ির ভেতরে একবার বিস্ফোরণ হয়েছে। আমরা বাড়িটি ঘিরে রেখেছি এবং ভেতরে থাকা জঙ্গিদের আত্মসমর্পণ করার আহবান জানিয়েছি, বলছেন র‌্যাব কর্মকর্তা আশিক বিল্লাহ।

বছিলার মেট্রো হাউজিং এলাকায় এই বাড়িটি একটি টিনশেড ভবন, যেখানে চারটি কক্ষ রয়েছে। তবে ভেতরে কতজন 'জঙ্গি' রয়েছে, তা এখনো নিশ্চিত নয় র‌্যাব। এর মধ্যেই সেখানে র‌্যাবের স্পেশাল ফোর্স, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড ডেকে পাঠানো হয়।
বাড়িটির আশেপাশের এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়