শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০১৯, ০২:৪০ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৯, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘দলের সিদ্ধান্তে সংসদে বিএনপি’

নিজস্ব প্রতিবেদক: দলীয় নেতাদের মতামতের ওপর ভিত্তি করে বিএনপির সকল সিদ্ধান্ত নিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমনটাই জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল। আর তারেক রহমানের নির্দেশে-ই শপথে অংশগ্রহণ করেছেন দলটির বিজয়ী সংসদ সদস্যরা এমন তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য হারুনুর রশিদ।

এবিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী শপথ গ্রহণ করেছে বিএনপি। সংসদে সীমিত পরিসরে খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্রের জন্য কথা বলার জন্য শপথ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আপনি কবে শপথ নেবেন এবং শপথের সময় চেয়ে চিঠি দিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘অপেক্ষা করুন, সময়মতো জানতে পারবেন।

তিনি বলেন, ‘আপনারা জানেন যে ৪ জন নির্বাচিত সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। এই বিষয়ে আমাদের দলের অবস্থান পরিষ্কার করার জন্য আজকের এই সংবাদ সম্মেলন।

ফখরুল জানান, গতকাল দলের স্থায়ী কমিটির সঙ্গে কথা বলেছেন তিনি। কথা বলার পর, তাকে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য সর্বময় ক্ষমতা দেওয়া হয়। এরপর তিনি তার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভয়াবহ কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা এবং সংসদে শপথ না নেওয়ার ব্যাপারে টানা তিন মাস কথা বললেও আজ ২৯ এপ্রিল শপথের মেয়াদের শেষ দিনে শপথ নিতে জাতীয় সংসদে আসেন বিএনপির চার সংসদ সদস্য। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সোমবার (২৯ এপ্রিল) বিকেল পৌনে ছয়টায় তাদের শপথ বাক্য পাঠ করান।

বিএনপি থেকে নির্বাচিত এ চারজন সংসদ সদস্য হলেন— চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভুঁইয়া, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন। এর আগে এর আগে শপথ নিয়েছেন ঠাকুরগাঁও-৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। শপথ নেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই পাঁচ জনের শপথ নেওয়ার পর মির্জা ফখরুল যখন একা বাইরে তখন সংবাদ সম্মেলন করে তিনি জানালেন, দলীয় সিদ্ধান্তেই বাকিরা সংসদে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়