শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৯, ১১:৪০ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৯, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি বর্ডার গার্ড প্রতিনিধিদলের বিজিবি সদর দপ্তর পরিদর্শন

ইসমাঈল ইমু : সৌদি বর্ডার গার্ড এর একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরের অংশ হিসেবে সোমবার বিজিবি সদর দপ্তর পরিদর্শন করেছে। সৌদি বর্ডার গার্ডের মহাপরিচালক ভাইস এ্যাডমিরাল আওয়াদ ঈদ আল আরাদি আল বালাওয়ি এর নেতৃত্বে ১৩ সদস্যের সৌদি প্রতিনিধিদল সকাল ১০ টায় বিজিবি সদর দপ্তর, পিলখানায় এসে পৌঁছায়। এসময় বিজিবি মহাপরিচালক এবং বিজিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সৌদি বর্ডার গার্ড মহাপরিচালক এবং অন্যান্য সদস্যদের উষ্ণ অভ্যর্থনা জানান।

সৌদি বর্ডার গার্ডের মহাপরিচালক বিজিবি মহাপরিচালকের কার্যালয়ে এসে পৌঁছালে বিজিবি'র একটি সুসজ্জিত চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এরপর তিনি বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো: সাফিনুল ইসলাম এর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দ্বিপাক্ষিক সহযোগিতাম‚লক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

বিজিবি সদর দপ্তর পরিদর্শনকালে ব্রিফিং ও ভিডিও প্রদর্শনীর মাধ্যমে সৌদি প্রতিনিধিদলকে বিজিবি'র কর্মকান্ড সম্পর্কে ধারণা প্রদান করা হয়। এছাড়াও সৌদি প্রতিনিধিদল পিলখানাস্থ বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে বিজিবি'র প্রশিক্ষিত সদস্যদের অংশগ্রহণে আকর্ষণীয় ট্রিক ড্রিল এবং বিজিবি ডগ স্কোয়াডের কর্মকৌশলের উপর একটি মনোজ্ঞ মহড়া উপভোগ করেন। উল্লেখ্য, সৌদি বর্ডার গার্ড প্রতিনিধিদলটি গত ২৭ এপ্রিল বাংলাদেশ সফরে আসে এবং সফরশেষে আগামী ১ মে দেশে ফিরে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়