শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৯, ০৮:১৭ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৯, ০৮:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মগবাজারে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক: রাজধানীর মগবাজারে ট্রেনের ধাক্কায় সাবিল হোসেন রিফাত (২৮) নামের মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো এক ব্যক্তি গুরুতর আহত হন।

গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে মগবাজার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিফাত শান্তিবাগ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তাঁর বাবার নাম মোহাম্মদ সেলিম হোসেন।

সেলিম হোসেন জানান, গতকাল রাতে তাঁর ছোট ছেলে রিফাত ও বড় ছেলে সামিল হোসেন রিয়াজ (৪০) মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। পথে মগবাজার রেলগেট অতিক্রম করার সময় একটি ট্রেন মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে উভয়ে গুরুতর আহত হন।

পরে রিফাত ও রিয়াজকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত দেড়টার দিকে চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন। রিয়াজ বর্তমানে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন।

নিহতের বাবা আরো বলেন, ‘আমার দুই ছেলে ও এক মেয়ে। রিফাত কিছুদিন আগে ঢাকা কলেজ থেকে মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিয়েছে। বড় ছেলে রিয়াজ একটি বায়িং হাউসে চাকরি করে। সে বিবাহিত, তার এক সন্তানও আছে।’

হাতিরঝিল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাগফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আরেকজন মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়