শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৯, ০৭:২৮ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৯, ০৭:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় দলের সব মুসলিম ক্রিকেটারই ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন : মাশরাফি (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক : আহলুল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যেগে অনুষ্ঠিত বসুন্ধরা আন্তর্জাতিক কনভেশন সেন্টারে এক অনুষ্ঠানে মাশরাফি বিন মুর্তজার কন্যা হুমায়রা মুর্তজার সুমধুর কোরআন তেলাওয়াত মুগ্ধ করেছে সবাইকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাশরাফি নিজেই ও তার সহধর্মীনী সুমনা হক সুমি।

অনুষ্ঠানে উপস্থিত থেকে মাশরাফি কুরআনে হাফেজদের প্রশংসার পাশাপাশি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের নামাজের ব্যাপারে কথা বলেন। এছাড়া তিনি বিশ্বকাপের জন্যও সবার কাছে দোয়া চেয়েছেন।

তিনি বলেন, ‘আমাদের দেশের অনেক হাফেজ বিদেশে গিয়ে সম্মান বয়ে আনছেন। আমাদের ক্রিকেটাদের সবাই চেনেন। আমরা কোথাও চ্যাম্পিয়ন হতে পারিনি। অথচ সোশ্যাল মিডিয়ায় আমাদের চ্যাম্পিয়ন বানিয়ে দেয়া হচ্ছে। কিন্তু আজ এ দেশের হাফেজরা বিদেশে গিয়ে চ্যাম্পিয়ন-রানার্সআপ হয়ে আসছেন। এটি আমাদের জন্য অনেক গর্বের। আমি আশা করি, সবাই হাফেজদের সম্মান দেবেন।’

জাতীয় দলের ক্রিকেটারদের নামাজ নিয়ে মাশরাফির ভাষ্য, ‘আমাদের ক্রিকেট টিমে যারা মুসলিম আছেন, আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। সবাই প্রায় ওমরাহ করে ফেলেছি। সবসময় বিসিবি থেকে একটি রুম আলাদা করে দেয়া থাকে, যাতে আমরা নামাজ পড়তে পারি। আমাদের জন্য দোয়া করবেন, বিশ্বকাপে যেন ভালো কিছু করতে পারি এবং দেশের জন্য সম্মান বয়ে আনতে পারি।’

মাশরাফির বক্তব্যটি দেখুন...

  • সর্বশেষ
  • জনপ্রিয়