শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৯, ০৮:৫১ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৯, ০৮:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বারাণসী থেকে মোদীর প্রার্থীপদ বাতিলের দাবি জানালেন মমতা

সালেহ্ বিপ্লব : ভোট নিয়ে ভারতে বাড়ছে বাকযুদ্ধ, অভিযোগ-পাল্টা অভিযোগ। এরমধ্যেই বিজেপির বিরুদ্ধে ভোটারদের টাকা বিলির  অভিযোগ তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এখানেই থেমে থাকেননি তিনি,  হুঁশিয়ারি দিলেন, নির্বাচন কমিশনের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার খরচের হিসাব চাইবে তাঁর দল। এনডিটিভি

পূর্ব মেদিনীপুরে বেশ কটি সভায় মমতার আরো অভিযোগ, মনোনয়নের সময় নিজের হলফনামায় বেশীরভাগ জায়গাতেই “জানি না” লিখেছেন মোদী। তাই বারাণসী থেকে প্রার্থীপদ বাতিল করতে হবে প্রধানমন্ত্রী মোদীর। তৃণমূল নেত্রী বলেন, “নরেন্দ্র মোদীর সভার খরচের হিসাব রাখার আবেদন জানাব নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশন যদি সবার থেকে খরচের হিসাব চাইতে পারে, তাঁর কাছে কেন নয়”?

তবে এখানেই থেমে থাকেন নি, নিজেদের সভায় লোক আনতে গেরুয়া শিবিরের বিরুদ্ধে হাজার হাজার টাকা বিলি করার অভিযোগ তুলে তৃণমূল সুপ্রিমোর আরও অভিযোগ, ভোট কিনতে টাকা বিলি করছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণ শানিয়ে রাজ্যের শাসকদলের প্রধান নেত্রী বলেন, “সারাজীবনে নিজের মা ও স্ত্রীকে সম্মান দেন নি মোদী”। তাঁর কথায়, “আপনার লজ্জা হওয়া উচিত, স্ত্রীকে সম্মান না দেওয়ায়, মানুষকে আপনি কী সম্মান দেবেন”। নিজে মোদীর হলফনামা দেখেছেন বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রধানমন্ত্রী লিখেছেন, তিনি নিজের স্ত্রীর স্থাবর এবং অস্থাবর সম্পত্তির পরিমাণ জানেন না। এই ধরণের মন্তব্য আমি পছন্দ করি না, কিন্তু তিনি যে পর্যায়ে যাচ্ছেন, তাতে আমি বাধ্য হচ্ছি বলতে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়