শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৯, ০৭:২২ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৯, ০৭:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন ভিডিও ফুটেজে আত্মঘাতী

ডেস্ক রিপোর্ট : শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার দিন কলম্বোর পাঁচতারকা হোটেল কিংসবুরিতে বোমা বিস্ফোরণের সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে। এতে সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারীকে হোটেলটির একটি কক্ষে ঢুকতে এবং সেখান থেকে বের হতে দেখা যাচ্ছে। ওই ব্যক্তি হামলার আগের দিন কিংসবুরিতে ওঠেন। হামলার কয়েক মিনিট আগে ব্যাগ কাঁধে নিয়ে নিজের কক্ষ থেকে বের হন তিনি। পরক্ষণেই হোটেলটির নিচে রেস্তোরাঁয় বোমা বিস্ফোরিত হয়। গতকাল ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস ভিডিওটি প্রকাশ করে। বাংলাদেশ প্রতিদিন।

এদিকে রয়টার্স জানায়, শ্রীলঙ্কার হোটেল ও গির্জায় আত্মঘাতী বোমা হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা স্থানীয় দুটি কট্টরপন্থি ইসলামী গোষ্ঠীকে নিষিদ্ধ করেছেন দেশটির প্রেসিডেন্ট। শনিবার এক বিবৃতিতে ন্যাশনাল তাওহীদ জামায়াত (এনটিজে) ও জামাতি মিল্লাথু ইব্রাহিমকে জরুরি ক্ষমতাবলে নিষিদ্ধ করার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

কর্মকর্তারা জানিয়েছেন, এর আগে কর্তৃপক্ষ স্বল্প পরিচিত ওই দুটি গোষ্ঠীকে নিষিদ্ধ করার পদক্ষেপ নিতে পারেনি কারণ তাদের বিরুদ্ধে জোরালো প্রমাণ দেখানোর আইনি বাধ্যবাধকতা ছিল। বোমা হামলার সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী মোহাম্মদ হাশিম মোহাম্মদ জাহরান এনটিজে অথবা এর একটি দলছুট অংশের নেতৃত্ব দিত বলে পুলিশের বিশ্বাস। অপরদিকে জামাতি মিল্লাথু ইব্রাহিম আরও কম পরিচিত দল হলেও এর সদস্যরা ওই বোমা হামলায় একটি ভূমিকা পালন করেছিল বলে বিশ্বাস করা হচ্ছে। ওই হামলাগুলোর দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তবে নিজেদের দাবির স্বপক্ষে গোষ্ঠীটি কোনো প্রমাণ দাখিল করতে পারেনি।

নিহতদের জন্য প্রার্থনা : শ্রীলঙ্কায় সিরিজ বিস্ফোরণের ঘটনার এক সপ্তাহ পূর্ণ হয়েছে গতকাল। বিস্ফোরণের পর নতুন হামলার আশঙ্কায় গির্জাগুলো বন্ধ থাকায় এদিন গির্জার বদলে টেলিভিশন সম্প্রচারে ধর্মোপদেশ দিয়েছেন কলম্বোর আর্চবিশপ কার্ডিনাল ম্যালকম রঞ্জিত। আর বাড়িতে টিভির সামনে বসেই নিহতদের স্মরণে প্রার্থনায় যোগ দেন দেশটির ক্যাথলিক খ্রিস্টানরা। ম্যালকম রঞ্জিত বলেন, ‘রবিবার যে মহা ধ্বংসযজ্ঞ হয়েছে তার মধ্য দিয়ে আমাদের হৃদয়কে পরীক্ষা করার সময় এসেছে। ঈশ্বর কি সত্যিই আমাদের ভালোবাসেন? তার কি আমাদের প্রতি কৃপা আছে? এ প্রশ্নগুলো মানুষের মনে জেগে ওঠার সময় এসেছে।’

বাড়তি নিরাপত্তা চান শতাধিক এমপি : ২১ এপ্রিলের সিরিজ বিস্ফোরণের ঘটনায় এখনো হতবিহ্বল শ্রীলঙ্কার মানুষ। উদ্বেগ-উৎকণ্ঠা তাড়া করে ফিরছে সাধারণ মানুষের মনে। এরই মধ্যেই দেশটিতে আরও হামলার আশঙ্কা জানিয়ে ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। পুলিশ জানিয়েছে, তাদের কাছে বাড়তি নিরাপত্তা চেয়েছেন শ্রীলঙ্কার শতাধিক এমপি। তাদের মধ্যে দেশটির সরকারি ও বিরোধী উভয় দলের এমপিরা রয়েছেন। গতকাল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে লঙ্কান সংবাদমাধ্যম দ্য সানডে টাইমস।

হামলায় অভিযুক্ত দুবার ভারতে যান : শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় জড়িত মোহাম্মদ মোবারক আজান ২০১৭ সালে দুবার ভারত সফরে গিয়েছিলেন। ভারতের একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে হিন্দুস্তান টাইমসকে এ কথা বলেন। তবে ভারতীয় কর্তৃপক্ষ মোবারক আজানের ভারত সফরের বিস্তারিত তথ্য প্রকাশ করতে নারাজ।

ভারতীয় গার্ড চায়না শ্রীলঙ্কা : জঙ্গি হামলার চক্রান্ত উন্মোচনের জন্য ভারতকে ধন্যবাদ জানিয়ে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজা পক্ষে বলেছেন, তার দেশে বিদেশি কোনো বাহিনীর সহায়তার দরকার নেই, বিশেষ করে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের দরকার নেই। তিনি আরও বলেন, ভারত অনেক উপকারী রাষ্ট্র। তবে তাদের ন্যাশনাল সিকিউরিটি গার্ড এখানে আসার দরকার নেই। বিদেশি সেনাদের দরকার নেই আমাদের। আমাদের বাহিনীই এজন্য যথেষ্ট, তাদের কেবল ক্ষমতা আর স্বাধীনতা দেওয়া দরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়