শিরোনাম
◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৯, ০৪:৪১ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৯, ০৪:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আাবারও রাসেল ঝড়ের সাক্ষী থাকলো ইডেন গার্ডেন

আক্তারুজ্জামান : এবার আইপিএলের শুরু থেকেই একটু চড়াও হয়ে খেলছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। প্রথম চার ম্যাচের তিনটিতেই হয়েছিলেন ম্যাচসেরা। বারবার ঝড় তুলে দর্শকদের পরিপূর্ণ বিনোদন দিয়েছিলেন। আজও তার ব্যতিক্রম হয়নি। ইডেন গার্ডেনে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আগে ব্যাটিং করে ২০ ওভারে ২৩২ রানের বড় লক্ষ্য দাঁড় করিয়েছে কলকাতা। যেখানে ৪০ বলে ৮০ রানের ঝড়ো ইনিংস খেলেছেন রাসেল।

প্লে-অফের টিকিট পেতে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই কলকাতার। এমন সমীকরণ সামনে নিয়ে মাঠে নেমে দারুণ সূচনাই করেছিল কলকাতা। ক্রিস লিন ও শুভমান গিল ওপেনিং জুটিতে ৯৬ রান করেন। ২৯ বলে ৫৪ রানে লিন ফিরে গেলেও থামেননি গিল। ৪৫ বলে ৭৬ রানে থামেন তিনি।এরপরই ক্রিজে আসেন রাসেল।

ইডেন গার্ডেনের দর্শক তখন হুড়মুড় করে ওঠে রাসেলের ব্যাটিং দেখার জন্য। তবে প্রথম ১১ বলে রাসেলের রান ছিল ৯। তখন দর্শকরা যেন একটু বিরক্তই হচ্ছিল। কিন্তু রাসেল যেন বলতে চাইছিলেন ‘লেকচার আভি বাকি হ্যা মেরা দোস্ত’। হলোও তাই।

পরের ২৯ বলে ৭১ রান করেছেন ক্যারিবীয় দানব। মোট ৪০ বলে অপরাজিত ছিলেন ৮০ রানে। যেখানে চারের মার ছিল ৬টি এবং ছক্কা মেরেছেন ৮টি। সবমিলিয়ে প্লে-অফেরেআশা টিকিয়ে রাখছে কলকাতা। কেননা ২৩৩ রানের লক্ষ্যে নেমে মুম্বাই জিততে পারবে বলে মনে হয় না।

কেননা এই রিপোর্ট লেখা পর্যন্ত ২ ওভারে ১৩ রান তুলেতই একটি উইকেট হারিয়েছে মুম্বাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়