শিরোনাম

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৯, ০৩:১৬ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৯, ০৩:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোহলিদের হারিয়ে দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করলো দিল্লি

স্পোর্টস ডেস্ক : রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ১৬ রানের ব্যবধানে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের দ্বিতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে দিল্লি ক্যাপিটেলস।

দিল্লির দেয়া ১৮৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৭১ রানে থেমেছে বেঙ্গালুরুর ইনিংস। বড় লক্ষ্যে খেলতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন দুই ওপেনার বিরাট কোহলি ও পার্থিব প্যাটেল।

এই দুজনে ওপেনিংয়ে যোগ করেছেন ৬৩ রান। প্যাটেল ৩৯ রান করে আউট হলে দ্রতই ফিরে যান কোহলি (২৩)। মিডেল অর্ডারে দলের রানের চাকা সচল রাখলেও মাত্র ১৭ রান করে আউট হয়েছে ডি ভিলিয়ার্স।

তাছাড়া, ২৪ রান করে ফিরেছেন সিভম দাবে। গুরকিরাত সিং ২৭ রান করে দলকে জয়ের পথেই রেখেছিলেন। তিনি ফেরার পর আবারও দ্রুত উইকেট হারাতে থাকলে জয় পাওয়া হয়নি বেঙ্গালুরুর।

ওয়াশিংটন সুন্দর আউট হয়েছেন মাত্র ১ রান করে। মারকাস স্টইনিস ৩২ রান করে অপরাজিত থাকলেও দলকে জেতাতে পারেননি। উমেশ যাদব কোনো রান না করেই অপরাজিত ছিলেন।

দিল্লির হয়ে ২টি করে উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা ও অমিত মিশ্র। ১টি করে উইকেট গেছে ইশান্ত শর্মা , অক্ষর প্যাটেল ও রাসফোর্ডের ঝুলিতে।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি দিল্লির। তাঁরা দলীয় ৩৫ রানে হারায় পৃথ্বী শর উইকেট। তিনি ১৮ রান করে ফিরেছেন। দ্বিতীয় উইকেটে ৬৮ রান যোগ করেছেন ধাওয়ান ও শ্রেয়াশ আইয়ার।

৫০ রান করে ধাওয়ান ফিরলে দ্রুত উইকেট হারাতে থাকে দিল্লি। ঋষাভ পান্ত আউট হয়েছেন ৭ রান করে। আইয়ারের ব্যাট থেকে এসেছে ৫২ রানের ইনিংস।

এরপর ইনগ্রাম ১১ রান করে আউট হলেও দলকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন শেরফান রাসফোর্ড ও অক্ষর প্যাটেল। রাসফোর্ড অপরাজিত ছিলেন ২৮ রান করে।

তাছাড়া অক্ষরের ব্যাট থেকে এসেছে অপরাজিত ১৬ রান। বেঙ্গালুরুর হয়ে ২টি উইকেট নিয়েছেন যুযবেন্দ্রা চাহাল। ১টি করে উইকেট গেছে উমেশ যাদব, ওয়াশিংটন সুন্দর ও নভদীপ সাইনির ঝুলিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়