শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৯, ০২:৪৬ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৯, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টঙ্গীতে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১

মাসুদ আলম : গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে বিদেশী পিস্তলসহ বাসির উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১। রোববার বিকেলে টঙ্গী পশ্চিম থানার সাতাইশ পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২ টি বিদেশী পিস্তল, ২ টি ম্যাগাজিন ও ১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব- ১ এর সহকারি পুলিশ সুপার (এএসপি) মো.কামরুজ্জামান বলেন, বাসির উদ্দিনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে প্রায় ৭ বছর ধরে এসএস সোয়েটার নামক একটি কোরিয়ান কোম্পানীতে এ্যাডমিন মেইনটেনেন্স ম্যান হিসেবে কর্মরত আছে। এছাড়াও টঙ্গী পূর্ব থানার দত্ত পাড়ায় তার ২টি ঝুটের গোডাউন আছে। এসব থেকে সে সামান্যতম আয় করে থাকে। তার আসল আয়ের উৎস হচ্ছে সাতাইশ এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, অবৈধভাবে ভূমি ও বাড়ি দখল। সে ক্ষমাতাসী রাজনৈতিক দলের নাম ভঙ্গিয়ে এসব অপকর্ম করলেও সে রাজনীতির সাথে জড়িত নয়।

সাতাইশ এলাকায় তার একটি সন্ত্রাসী বাহিনী আছে যার অধিকাংশ সদস্য তার নিকটাত্মীয়। এই সন্ত্রাসী বাহিনীর মধ্যে অন্যতম হচ্ছে তার আপন চাচা বিল্লাল হোসেন, ভাগ্নে নাজমুল ইসলম জনি, ফুফাতো ভাই টুঢুল, দুঃসম্পর্কের চাচা জামাল খান, আমির হোসেন, হারুন। ওই এলাকায় সকল শিল্প প্রতিষ্ঠান থেকে অস্ত্রের ভয় দেখিয়ে মোটা অঙ্কের মাসোহারা আদায় করে থাকে। এছাড়াও নবনির্মিত ভবন তৈরীতে তাদের চাঁদা দিতে হয় এবং তাদের নির্ধারিত ব্রিকস্ ফিল্ড ও দোকান থেকে যাবতীয় সরঞ্জামাদি ক্রয় করতে হয় ওই এলাকার গার্মেন্ট মালিকদের, যা থেকে তারা কমিশন পেয়ে থাকে। এই সন্ত্রাসী বাহিনীর অন্যতম সদস্য বিল্লাল হোসেনের গাজীপুরে ৭টি বাড়ি ও বেশ কয়েকটি প্লট আছে। যার অধিকাংশই অস্ত্রের মুখে জিম্মি করে জোড়পূর্বক নামমাত্র মূল্যে লিখে নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়