শিরোনাম
◈ ভোলাগঞ্জের সাদা পাথর কোথায় গেল? ◈ বসুন্ধরায় নিষিদ্ধ ছাত্রলীগের গোপন বৈঠকের ঘটনায় মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়ার স্বীকারোক্তি ◈ বাংলাদেশ সম্ভাব্য সব উপায়ে ব্যবসাবান্ধব হতে চেষ্টা করছে : প্রধান উপদেষ্টা  ◈ লাফার্জ হোলসিমের মাটি সংগ্রহে ফসলি জমি ও জলাশয় ধ্বংস: পরিবেশ ও কৃষি বিপর্যয়ের আশঙ্কা ◈ বাংলাদেশ ঋণের ‘২৬০ কোটি টাকা’ ফেরত দেয়নি, দাবি করল পাকিস্তান ◈ মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ঐকমত্য কমিশনের বৈঠক ◈ নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ বিএনপিকে দুর্বল দেখাতে অপপ্রচারের চেষ্টা চলছে: মির্জা ফখরুল ◈ গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার: টেকনোগ্লোবাল ইনস্টিটিউটের চাঞ্চল্যকর তথ্য ◈ তদন্ত সংস্থার কাছে আসিফ মাহমুদের বিস্ফোরক জবানবন্দি

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৯, ০২:১৪ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৯, ০২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাঁস হয়ে গেছে নওশীন-পারভেজের মধ্যকার বেশ কিছু আপত্তিকর ক্ষুদে বার্তা

মহিব আল হাসান : পপ সংগীতের জনপ্রিয় গায়িকা মিলা ইসলামের সাবেক স্মামীর বিরুদ্ধে বেশকিছু অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন মিলা। সংবাদ সম্মেলনে মিলার সংসার ভাঙার জন্য দ্বায়ি করেন অভিনেত্রী নওশীনসহ একাধিক নারীকে। তবে এ ব্যাপারে গণমাধ্যমে নওশীন মিলার অভিযোগ অস্বীকার করেন। কিন্তু গণমাধ্যমে খবর প্রকাশ পাওয়ার পরপরই মিলার সাবেক স্বামী পারভেজ সানজারি ও অভিনেত্রী নওশীনের মধ্যকার বেশ কিছু ক্ষুদে বার্তা ফাঁস হয়ে গেছে সামাজিক মাধ্যমে।

সংবাদ সম্মেলনে মিলা জানান, সানজারির সঙ্গে অনেক মেয়ের অবৈধ সম্পর্ক ছিল। অভিনেত্রী নওশীন নাহরিন মৌ-এর সঙ্গেও ছিল তার অনৈতিক সম্পর্ক। বিষয়টি জানতে পেরে তিনি ফোনও করেন নওশীনকে। সংবাদ সম্মেলনে সেই ফোন রেকর্ড সাংবাদিকদের শোনান মিলা।

সংবাদ সম্মেলনে মিলা আরও বলেন, ‘নওশীন ও পারভেজ সানজারির কথোপকথনের কিছু রেকর্ড আমার হাতে আসে। এমন কিছু ছবিও দেখি, যা মুখে প্রকাশ করার মতো না। বিষয়টি দেখে, আমি নওশীনকে ফোন করি। তাকে অনুরোধও করেছি, কিন্তু সে আমার কোনো কথাই শোনেনি।’

নওশীন এবং সানজারির এই কথোপকথনকে বেশ আপত্তিকর হিসেবেই উল্লেখ করছেন সবাই। আমাদের সময় ডট কম পাঠকদের জন্য আলাপচারীতার কিছু অংশ এখানে তুলে ধরা হলো-

সানজারি: কী করো বেবি?

নওশীন: উঠে গেছো?

সানজারি: অনেক আগে। ইতোমধ্যে গলফ কোর্সে চলে এসেছি। সেক্সি একটা ছবি পাঠাও না।

নওশীন: সেক্সি চাও!

এরপর নওশীন তার বেশ কয়েকটি খোলামেলা ছবি সানজারিকে পাঠান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়