শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৯, ১২:৫৯ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৯, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশের হুইলচেয়ার দল

আক্তারুজ্জামান : ২০১৭ সালের পর আবারও ভারতের মাটিতে তাদেরকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশের অদম্য দল। শারীরিকভাবে প্রতিবন্ধী দল হয়েও সুযোগ পেলে যে তারা দেশের জন্য সম্মান বয়ে আনতে পারে তা আরও একবার জানিয়ে দিল বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল। ত্রিদেশীয় টি-টুয়েন্টির উত্তেজনায় ঠাসা ফাইনালে ভারতকে ৪ রানে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশ দল।

স্বাগতিক ভারতসহ বাংলাদেশ ও নেপালকে নিয়ে ভারতের কলকাতায় এ সিরিজের আয়োজন করে ভারতের প্যারা স্পোর্টস ফাউন্ডেশন। রোববার কলকাতার এনকেডিএ গ্রাউন্ডে অনুষ্ঠিত সিরিজের ফাইনাল ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত।

[caption id="attachment_866917" align="alignnone" width="960"] ভারতকে হারিয়ে শিরোপা জেতার পর এভাবেই সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান বাংলাদেশ হুইলচেয়ার দলের ক্রিকেটাররা।[/caption]

শুরুটা বাংলাদেশের ভালো হলেও শেষের দিকে কম রান উঠায় ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রান করতে সক্ষম হয়। বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন অলরাউন্ডার মো. শফিক। ব্যাট করতে নেমে ২২ বলে ৩৪ রান করার পর বল হাতে নিয়ে পাঁচ উইকেট শিকার করেন শফিক।

শেষ ৩ ওভারে জয়ের জন্য ভারতের দরকার ছিল মাত্র ১৩ রান। হাতে তখনও ৫টি উইকেট। জয়ের প্রহর গোনা শুরু করেছিল স্বাগতকিরা। কিন্তু শফিকের করা ১৮তম ওভারে ২ রান তুলতেই ৩ উইকেট হারায় ভারতীয় দল। ফলে চাপে পড়ে যায়। এই চাপ থেকে আর বেরোতে না পারলে জয় থেকে ৪ রান দূরে থাকতে বাংলাদেশের কাছে দ্বিতীয়বারের মতো ফাইনালে হারে।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার শারীরিক প্রতিবন্ধীদের সংগঠন ড্রিম ফর ডিসঅ্যাবিলিটি ফাউন্ডেশনের হুইল চেয়ার ক্রিকেট দলটি ত্রিদেশীয় সিরিজ খেলতে ভারতে যায়। এ দলটি লাল-সবুজের জার্সি গায়ে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করে। সোমবার সকালে আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে দেশে ফিরবে দলটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়