শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৯, ১১:৫৭ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৯, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শঙ্কামুক্ত এটিএম শামসুজ্জামান

বিনোদন প্রতিবেদক : বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান গত শুক্রবার (২৬ এপ্রিল) রাতে অসুস্থ হলে তাকে রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার পর তার মল-মূত্র বন্ধ হয়ে যায়। এরপর শনিবার বিকালে তার অস্ত্রোপচার শেষ হয়।

অভিনেতা এটিএম শামসুজ্জামানের অস্ত্রোপচার সফলভাবে শেষ হবার পর বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। বর্তমানে শঙ্কামুক্ত আছেন বরেণ্য এ অভিনেতা।

এ বিষয়ে শামসুজ্জামানের ছোট ভাই সালেহ জামান সেলিম জানান , ‘শনিবার দুপুরে উনার পিত্তথলিতে একটি অপারেশন হয়। গতকাল রাতেই তার জ্ঞান ফিরেছে। এখন তিনি শঙ্কামুক্ত। আজ তাকে বেডে দেওয়া হতে পারে। আশা করি, কয়েকদিনের মধ্যে তিনি বাসায় ফিরতে পারবেন।’

শামসুজ্জামানের ছোট ভাই সালেহ জামান সেলিম জানান, শুক্রবার রাতে হঠাৎ অসুস্থ বোধ করেন এটিএম শামসুজ্জামান। তার পরে তাকে রাতেই রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুর অস্ত্রোপচার শুরু হয়ে শেষ হয় বিকালে।
শামসুজ্জামানের ভাই জানান, ৩০ বছর আগে এটিএম শামসুজ্জামানের গলব্লাডারে একটি অপারেশন হয়েছিলো। গলব্লাডারে যে নলটি আছে এখানে কোনো কারণে প্রেসার পড়েছিলো। ফলে গত কয়েকদিন ধরে তার খাদ্য হজম হচ্ছিলো না। আজকে অপারেশন করে এ সমস্যার সমাধান করলেন চিকিৎসকরা। তিনি প্রফেসর ডা. রাকিব উদ্দিনের তত্ত্বাবধানে আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়