শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৯, ১০:৫৬ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৯, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আয়ারল্যান্ড সিরিজে সুযোগ পেলেও রেজার ভালো করাটা কঠিন হবে, বললেন আকরাম

নিজস্ব প্রতিবেদক: ঘরোয়া লিগে দুর্দান্ত পারফরম করায় আয়ারল্যান্ড সফরে সুযোগ পেলেন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার ফরহাদ রেজা। তবে দলে খেলার সুযোগ পেলেও ভালো করা কঠিন হবে অলরাউন্ডার ফরহাদ রেজার জন্য, মতামত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের।

২০১১ সালের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন রেজা। এরপর থেকে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেললেও জাতীয় দলের দুয়ার খোলেনি তার। সুতরাং দীর্ঘ প্রায় ৮ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে নিজেকে প্রমাণ করাটা যে মোটেই সহজ হবে না সেটি মানছেন সাবেক অধিনায়ক আকরাম। তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন পর খেলা আসলে অনেক কঠিন। ঘরোয়া ক্রিকেট থেকে হঠাৎ করে আন্তর্জাতিক এবং বিশ্বকাপের মতো একটি আসরে মানিয়ে নেয়া কিন্তু উচ্চমানের ক্রিকেটার ছাড়া বেশ কঠিন।’

তবে আয়ারল্যান্ডের মাটিতে ভালো পারফরম করতে পারলে বিশ্বকাপের স্কোয়াডেও সুযোগ মিলতে পারে রেজার। যদিও এক্ষেত্রে তাকে অপেক্ষা করতে হবে কোনো ক্রিকেটারের ইনজুরিতে পড়া পর্যন্ত। আকরাম খানের ভাষ্যমতে, ‘আমরা যেহেতু আয়ারল্যান্ডে যাচ্ছি, সেখানে যে ত্রিদেশীয় সিরিজটি আছে সেখানে একটি দুটি ম্যাচ খেলার সুযোগ পেলে সে নিজেও বুঝতে পারবে এবং আমরাও বুঝতে পারবো যদি কোনো ক্রিকেটার ইনজুরিতে পরে তাহলে তার কথা মাথায় আছে।’

সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লীগের আসরে বল হাতে দারুণ ফর্মে ছিলেন ৩২ বছর বয়সী ফরহাদ রেজা। ১৬ ম্যাচে ৩৮ উইকেট নিয়ে শীর্ষে থেকে টুর্নামেন্ট শেষ করেছেন তিনি। দুর্দান্ত এই পারফরমেন্সের দরুন এবার আয়ারল্যান্ড সফরের স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়