শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৯, ১০:২৭ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৯, ১০:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আয়ারল্যান্ড সিরিজে ভালো করবে তাসকিন আশাবাদী আকরাম খান

নিজস্ব প্রতিবেদক: গত ১৬ এপ্রিল আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু সেই সিরিজে ও বিশ্বকাপে কোনোটাই জায়গা পাননি তাসকিন। ইনিজুরি ও ফর্মে না থাকার কারণে বাদ পড়েছেন বলে জানান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। অবশেষে বোলিং কোচ কোর্টনি ওয়ালশের অধীনে বর্তমানে ছন্দে ফিরেছেন তাসকিন। তাই আয়ারল্যান্ড সফরের স্কোয়াডে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন এই পেসার। তাই এই টাইগারকে নিয়ে তাই আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

সাবেক এই অধিনায়কের বিশ্বাস আয়ারল্যান্ড সফরে খেলার সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে পারবেন তাসকিন। অনুশীলনে ভালো বোলিং করার থেকে মাঠে সামর্থ্যের প্রমাণ দেয়াটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন আকরাম। তাসকিন প্রসঙ্গে তিনি বলেছেন, ‘গত দুই দিন নাকি সে ভালো বোলিং করেছে, আমাদের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ বলেছে সে ভালো করছে। এখন গুরুত্বপূর্ণ হলো ম্যাচে পারফরমেন্স ভালো করা। এটি খেলোয়াড়দের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সেখানে হয়তো সে এক দুইটি সুযোগ পাবে এবং সেখানেও পারফরমেন্স দেখাতে পারে।’

উল্লেখ্য, বিশ্বকাপে দলে জায়গা না হলেও কেউ ইনজুরিতে পড়লে আশা আছে ক্রিকেটের বড় মঞ্চে খেলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়