শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৯, ০৯:৫১ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৯, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিনেমা থাকবে, রাজনীতির চেয়ার থাকবে না: চিত্রনায়ক ফারুক

মহিব আল হাসান : আজ এমপি হয়েছি বলে আমাকে এমপি উপাধি দিয়ে ডাকা হয়। আমি যেখান থেকে ফারুক হয়ে আসলাম সেটা সাবাই ভুলে গেলেন। আমি এমপি হয়ে ফারুক হয়নি, হয়েছি  চলচ্চিত্রের মাধ্যমে। তবে দুদিনের এমপি হয়ে আমাকে যে চলচ্চিত্র সৃষ্টি করলো তাকে সবাই ভুলে গেলেন? সিনেমা আজীবন থাকবে কিন্তু রাজনীতির চেয়ার আজীবন থাকবে না আমার! দয়া করে আমাকে এমপি বলে ডাকবেন না, আমাকে ফারুক বলে ডাকলেই আমার ভালো লাগবে। আমি তোমাদেরই মানুষ। গতকাল ২৭ এপ্রিল, শনিবার রাতে রাজধানীর অভিজাত হোটেল লা মেরিডিয়ানে প্রযোজনা প্রতিষ্ঠান ‘সিনেবাজ’র উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন চিত্রনায়ক ফারুক।

চলচ্চিত্রের ‘মিঞা ভাই’ খ্যাত অভিনেতা আরও বলেন, বাংলার মুনুষের যে প্রেম তা চলচ্চিত্রে আসা দরকার। আমি পৃথিবীর অনেক দেশে দেখেছি বাঙালীরা একে অপরের সাথে দেখা হলে কত আন্তরিকতা দেখায়। এর একাংশ যদি চলচ্চিত্রের জন্য আসে তাহলে আমাদের চলচ্চিত্র ঘুড়ে দাঁড়াবে।

নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ‘সিনেবাজ’-কে শুভেচ্ছা জানিয়ে ফারুক বলেন, ‘আমার অন্তর থেকে ভালোবাসা দিলাম সিনেবাজকে। আমি সবসময় আপনাদের পাশে থাকবো। আমি মন থেকে চাই, আপনারা ভালো কিছু করে। আমার কোনও রকম দরকার পড়লে আমাকে জানাবেন আমি আপনাদের পাশে থাকবো।’

প্রসঙ্গত, বর্তমান ঢাকাই সিনেমার সংকট সময়ে এসে সিনেমার উন্নয়নে যাত্রা শুরু করলো প্রযোজনা প্রতিষ্ঠান ‘সিনেবাজ’। গতকাল প্রতিষ্ঠানটির নাম ঘোষণার পাশাপাশি জানায়, বছরে চারটি সিনেমা নির্মাণ করবে ‘সিনেবাজ’।

সিনেবাজ-এর ক্রিয়েটিভ ডিরেক্ট হিসেবে আছেন নির্মাতা ইফতেখার চৌধুরী। প্রতিষ্ঠানটির সিইও শাম ইসলাম, চেয়ারপার্সন জ্যোৎস্না ইসলাম এবং ডিরেক্টর অব কমিউনিকেশন হিসেবে আছেন অভিনেতা স্বাধীন খসরু।

প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়ক বাপ্পী, রোশান, নায়িকা জলি, অভিনেতা শিমুল খান, অভিনেতা ফারুক, সিদ্দিকুর রহমান সংগীত পরিচালক আহমেদ হুমায়ূনসহ আরও অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়