শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৯, ০৯:১০ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৯, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের রাজনীতি ও বিশ্বের রাজনীতিতে কি ঘটছে, সাংবাদিকদের ভাবতে বললেন মির্জা ফখরুল

শিমুল মাহমুদ: ব্যক্তি হিসেবে বিচার করে কখনো সামগ্রিক রাজনীতিক ব্যক্তিত্বকে বিচার না করতে সাংবাদিকদের প্রতি আহবান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সাংবাদিকতা নিঃসন্দেহে একটি মহান মহত পেশা, তাই আপনাদেরও ভাবতে হবে দেশে রাজনীতি কি চলছে, আর বিশ্বের রাজনীতিতে কি ঘটছে, অন্যান্য জাতি কি অবস্থার মধ্যে আছে আমরা কি অবস্থার মধ্যে আছি। রোববার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) বার্ষিক কাউন্সিলে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, সাংবাদিকতার স্বাধীনতা, মানুষের স্বাধীনতা, জাতির স্বাধীনতা পরস্পরের সাথে অতপ্রতভাবে জড়িত।
বাংলাদেশ একটা গভীর সংকটের সমস্যা বিরাজ করছে। এই সংকট সৃষ্টি হয়েছে জাতীয় জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে এবং আমাদের ব্যক্তি জীবনেও।

সম্পুর্ণ অন্যায়ভাবে বেগম জিয়াকে কারাগারে আটক রাখা হয়েছে। আমরা এ নিয়ে কথা বলছি, চেষ্টা করেছি, আন্দোলন করছি। কিন্তু সব সময় সব আন্দোলন সফল না হতে পারে। কারণ ফ্যাসিবাদের সাথে আপনি যখন সংগ্রাম করবেন আপনাকে বুঝতে হবে এটা কোনো সাধারণ সংগ্রাম নয়। এর জন্য আমরা কাজ করছি। আমরা আমাদের জায়গা থেকে সড়ে দাড়াইনি।

মহাসচিব বলেন, আমাদেরকে বুঝতে হবে ১৯৭১ সাল ৫২,৪৭ আর বর্তমান সময় এক নয়। আপনাদের বুঝতে হবে কোন রাস্তায় গেলে আমরা গণতান্ত্রিকভাবে একটি পরিবর্তন আনতে সক্ষম হবো।

ফখরুল বলেন, সংবাদকর্মীরা অনেক ঝুকি নিয়ে কাজ করেন।এই ফ্যাসিবাদ সরকারের যাতাকলে অনেকে নির্যাতিত হয়েছেন অনেকে জীবন দিয়েছেন। আমরা যারা রাজনীতি করছি তারা আরাম আয়েশের রাজনীতি করছি যদি মনে করে থাকেন ভুল করছেন। এদেশের রাজনীতিবিদরা দেশ সৃষ্টির পর থেকেই অনেক ত্যাগ স্বীকার করেছেন গণতন্ত্রের জন্য। কেউ নিহত হয়েছেন কেউ কারাগারে গেছেন দীর্ঘ কালের জন্য।

তিনি বলেন, আওয়ামী লীগকে ভালোভাবে চিনার আমাদের আর কিছু নেই। আমরা আওয়ামী লীগকে খুব ভালো করেই চিনি। আমরা আমাদের সমস্ত অধিকার দিয়ে চিনেছি। জীবন দিয়ে চিনেছি। আমরা জানি আওয়ামী লীগ কী। বাংদেশের জনগণের সংগ্রামের যে ইতিহাস কখনো ব্যর্থ হয়নি ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই।

রুহুল আমিন গাজীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, জামাতের নায়েবে আমির অধ্যাপক মফিজুর রহমান,সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী, শওকত মাহমুদ, কামাল উদ্দিন সবুজ, মোহাম্মদ শহীদুল ইসলাম, এম আব্দুল্লাহ, এম এ আজিজ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়