শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৯, ০৮:৫৮ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৯, ০৮:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরার প্রস্ততি নিচ্ছে জেলেরা

ফাতেমা ইসলাম : চাঁদপুরের পদ্মা-মেঘনায় জাটকা সংরক্ষণে দীর্ঘ ২ মাস মাছ ধরা বন্ধ থাকায় আইন মেনে নদীতে নামেননি জেলেরা। তবে পহেলা মে থেকে উঠে যাচ্ছে সরকারি নিষেধাজ্ঞা। তাই জাল ও নৌকা নিয়ে মাছ ধরতে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে জেলেরা। মৎসবিজ্ঞানীদের আশা, জাটকা সংরক্ষণ সফল হওয়ায় এবার ইলিশের উৎপাদন বাড়বে। সময় টিভি

মার্চ-এপ্রিল ২ মাস নদীতে নামেনি জেলেরা। ফলে ইলিশ বিচরণের ৬টি অভয়াশ্রমের মতো চাঁদপুরের পদ্মা-মেঘনার জলেও জাল পড়েনি । নদীপাড়ে মাছ ধরার নৌকা আর জাল মেরামতে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। এমন দৃশ্য জেলার উত্তরের ষাটনল থেকে দক্ষিণের চরভৈরবী পর্যন্ত। এবার নদীতে কাঙ্খিত ইলিশ পাওয়ার প্রত্যাশা জেলেদের।

জেলেরা বলে, আমরা এখন নদীতে নামবো। বড় বড় ইলিশ ধরবো। জাটকা মাছ ধরিনি। ইনশাল্লাহ সেগুলো বড় হবে। দেশের উন্নয়ন হবে।'  নৌ-পুলিশের কর্মকর্তা হাসনাত জামান বলেন, অন্য বছরের চেয়ে এবার আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী বেশ তৎপর ছিলো। ফলে জাটকা সংরক্ষণ অনেকটা সফল হয়েছে,। এর প্রেক্ষিতে আশা করা যায় ইলিশের উৎপাদন সাড়ে ৫ লাখ মেট্রিক টন ছাড়িয়ে যাবে।

তিনি আরো বলেন, চাঁদপুরের পদ্মা-মেঘনায় মাছ ধরে জীবিকা নির্বাহ করে, সরকারি তালিকায় এমন জেলের সংখ্যা প্রায় ৬০ হাজার। অন্যদিকে, গত কয়েকদিনে নদীতে গবেষণার ফলাফলে ইলিশ উৎপাদন বৃদ্ধির তথ্য দিয়েছেন, দেশের শীর্ষ মৎস্যবিজ্ঞানী ড. আনিছুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়