শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৯, ০৭:৫২ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৯, ০৭:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাই কোন খবর নাই, পরে

শাহানুজ্জামান টিটু : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনীতিতে বেশ চাপে আছে বিএনপি। আজ-কালের মধ্যে বিএনপির আরও তিনজনের শপথ নেয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হারুনুর রশিদের কাছে জানতে চাইলে তিনি বলেন, ভাই কোন খবর নাই, পরে বলে ফোনটা কেটে দেন।

গত ২২ এপ্রিল নিজ বাসভবনে সাংবাদিকদের হারুনুর রশিদ বলেছেন, সংসদ সদস্য হিসেবে শপথ নিতে চান।  তিনি বলেন, আমি সংসদে গিয়ে নানা অনিয়ম-দুর্নীতির কথা তুলে ধরতে চাই। আ.লীগের সাবেক এমপি আব্দুল ওদুদ কর্তৃক নিঃসন্তান ফুফা ও মৃত ফুফুর স্থাবর-অস্থাবর সম্পত্তি আত্মসাত ও কুক্ষিগত করার প্রসঙ্গে’ শিরোনাম নিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নে জবাবে হারুনুর রশিদ বলেন, জনগণ চাঁপাইনবাবগঞ্জ সদর আসন থেকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছে। সংসদ হিসেবে শপথ নেওয়ার জন্য জনগণের চাপ রয়েছে।

সারা দেশে কী হচ্ছে সেটা আপনার দেখার বিষয় নয়, আপনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন সংসদে গিয়ে জনগণের কথা বলবেন।’ এভাবেই জনগণ তার ওপর চাপ করছে বলে দাবি বিএনপি সাংসদের। হারুনুর রশিদ বলেন,  শপথ নিয়ে সংসদে গিয়ে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি তুলে ধরতে চাই।’ তবে শপথের বিষয়ে দলের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়