শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৯, ০৮:২৮ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৯, ০৮:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যালটে প্রতীকের নিচে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নাম থাকার অভিযোগ

আব্দুর রাজ্জাক : ভারতের বিরোধী দলগুলো সম্মিলিতভাবে শনিবার দেশটির নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে এ অভিযোগ করেছে। তারা জানায়, অন্যকোনো প্রতীকের নিচে দলের নাম নেই কিন্তু ক্ষমতাসীন দল বিজেপির দলীয় প্রতীক পদ্মফুলের নিচে দলের নাম লেখা রয়েছে। এনডিটিভি

বিরোধী দলগুলো জানায়, নির্বাচন কমিশনের উচিৎ শিগগিরই এই অসঙ্গতির সমাধান করা। হয় পদ্মফুলের নিচ থেকে বিজেপির নাম সরাতে হবে নয় অন্যান্য প্রতীকের নিচেও দলের নাম সংযুক্ত করতে হবে।

প্রধান নির্বাচন কমিশনার সুনিল অরোরার কাছে বিরোধী দলগুলোর অভিযোগের জবাব দিয়েছেন একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি বলেন, পদ্মফুল প্রতীকটি রঙে হালকা তাই এটি আরো গাড়ো করতে ২০১৩ সালে বিজেপির আবেদনের প্রেক্ষিতে প্রতীকের নিচে পানির ঢেউ এঁকে দেয়া হয়। পানির ঢেউ দেখতে কিছুটা ‘এফ’ ও ‘পি’ এর মতো হলেও তা ‘বি.জে.পি’ নয়। এবং এই প্রতীকটি ২০১৪ সাল থেকেই ব্যবহার করা হচ্ছে।

তবে কোনো দল তার প্রতীকের নিচে নাম ব্যবহার করতে না পারলেও ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এ পদ্মফুলের নিচে বিজেপির নাম রয়েছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি।

পদ্মফুলের নিচে আঁকা পানির চিহ্ন দেখতে স্পষ্টই ‘বি.জে.পি’ এর মতো বলে গত শুক্রবার অভিযোগ করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেসও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়