শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৯, ০৬:৫৬ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৯, ০৬:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরা সকলে চেষ্টা করবো এই বিশ্বকাপকে স্মরনীয় করে রাখতে: মুশফিক

নিজস্ব প্রতিবেদক: দড়জায় কড়া নাড়ছে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ। আইসিসির এই মেগা ইভেন্টকে সামনে রেখে মিরপুরে জোর প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশেল ক্রিকেটাররা। গত বিশ্বকাপের মতো এবারের বিশ্বকাপেও বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন মাশরাফি বিন মর্তুজা। এই বিশ্বকাপই হয়তো তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।

তাছাড়া মুশফিক, সাকিব, তামিম ও মাহমুদউল্লাহ রিয়াদেরও হতে পারে এটি ক্যারিয়ারের শেষ ওয়ানডে বিশ্বকাপ। তাই এই বিশ্বকাপে স্মরণীয় করে রাখার মতো কিছু করতে চান টাইগার ক্রিকেটার মুশফিকুর রহিম।

রবিবার মিরপুরে অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘আমরা সকলে মিলে চেষ্টা করব বিশ্বকাপটা স্মরণীয় করে রাখার জন্য। বিশেষ করে মাশরাফি ভাইয়ের জন্য। এটাই হয়তো উনার শেষ বিশ্বকাপ। তাছাড়া আমাদের চারজনেরও হতে পারে এটি শেষ বিশ্বকাপ। এভাবে আর একসাথে বিশ্বকাপ খেলা হবে না। সবমিলিয়ে আমাদের চেষ্টা থাকবে স্মরণীয় করে রাখার মতো কিছু করার।’

তিনি আরো বলেন, ‘ব্যাটিংয়ে আমাদের স্ট্রাইক রেট ঠিক রেখে খেলতে হবে। আপনি যদি দেখেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা ইংল্যান্ডের বিপক্ষে প্রায় ৩২০ রান করেও হেরে গিয়েছিলাম। ওই ধরেনর উইকেটে ৩৫০-৩৬০ রান করা উচিত ছিল। আমরা ঠিকঠাক প্রস্তুতি নিচ্ছি। টপ অর্ডার ব্যাটসম্যানরা চেষ্টা করছে কীভাবে আরো উন্নতি করা যায়। লোয়ার অর্ডারে যারা আছে তারাও চেষ্টা করছে।’

২০০৭ সালে প্রথমবার বিশ্বকাপে খেলেছিলেন মুশফিকুর রহিম। প্রথম বিশ্বকাপ স্মৃতি নিয়ে মুশফিক বলেন, ‘সেবার তো বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে আলাতা রকমের অনুভূতি কাজ করছিল। কখন সময় আসবে, কখন খেলতে যাব। তখন কিছু গ্রেট ক্রিকেটার ছিলেন। যেমন শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, ব্রায়ান লারা। টেলিভিশনে যাদের খেলা দেখে বড় হয়েছি তাদের বিপক্ষে খেলব তাই আলাদা রকমের রোমাঞ্চ কাজ করছিল। দলে এখন তরুণ যারা আছে তারা তো বেশ ম্যাচিউর। তাদেরও হয়তো আলাদা রকমের অনুভূতি কাজ করছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়