শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৯, ০৫:৩৬ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৯, ০৫:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিবর্তন করা হয়েছে আইপিএলের ম্যাচের সময়

স্পোর্টস ডেস্ক: চলমান আইপিএলে রাতের ম্যাচ টি শুরু হয় স্থানীয় সময় রাত ৮টায়, যার কারণে ম্যাচ শেষ হতে বেজে যায় প্রায় ১২টা। মধ্যরাতে স্টেডিয়াম থেকে বাসায় ফিরতে পোহাতে হয় ঝক্কি-ঝামেলা। যার রেশ ধরে পরদিন আবার কাজে যোগ দিতে পোহাতে হয় ভোগান্তি।

ফলে চলতি আইপিএল শুরুর আগে থেকেই রাতের ম্যাচগুলো শুরুর সময় নিয়ে অসন্তোষ ছিলো ভারতের ক্রিকেট সমর্থকদের মনে। অনেকেই আওয়াজ তুলেছিলেন ম্যাচের সময় এগিয়ে আনার ব্যাপারে।

দেরিতে হলেও তাদের দাবী মেনে নিয়েছে আইপিএল আয়োাজক কর্তৃপক্ষ। সিদ্ধান্ত নেয়া হয়েছে ম্যাচের সময় এগিয়ে আনার। তবে বাকি থাকা সব ম্যাচের জন্য নয়। শুধুমাত্র প্লে-অফ পর্বের ম্যাচ ৪টির সময় এগিয়ে আনা হয়েছে ৩০ মিনিট।

অর্থাৎ পূর্ব নির্ধারিত সূচিতে স্থানীয় সময় রাত ৮টায় ম্যাচ শুরুর কথা থাকলেও, সুপার ফোর তথা প্লে-অফের ম্যাচগুলো শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা (বাংলাদেশ সময় রাত ৮টা) থেকে। তার আগে স্থানীয় সময় সন্ধ্যায় ৭টায় হবে টস।

এছাড়া রাজস্থানের মানসিং স্টেডিয়ামে নারী ক্রিকেটারদের তিন দলে ভাগ করে হতে যাওয়া নারী টি-টোয়েন্টি চ্যালেঞ্জের ম্যাচগুলোও শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকেই। আজ দিল্লিতে বিসিসিআইয়ের কমিটি অব অ্যাডমিনিস্ট্রেশনের জরুরী সভা শেষে নেয়া হয়েছে এ সিদ্ধান্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়