শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৯, ০১:০০ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৯, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শপথ নিবেন বিএনপির আরো চার এমপি, বললেন সরকার দলীয় হুইপ

জাবের হোসেন : হুইপ ইকবালুর রহিম এমপি জানান, ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত আরও অন্তত চারজন জনপ্রতিনিধি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন দুই এক দিনের মধ্যে। ২৯ এপ্রিলের মধ্যেই নির্বাচিতদের শপথ নেয়ার বাধ্যবাধকতা রয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশ আসনের মধ্যে আটটি আসন পায় বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট। শুরু থেকেই নির্বাচনকে বর্জন করে নির্বাচিতরা শপথ নেবেন না বলে ঘোষণা দেয় জোট। তবে এরই মধ্যে ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর, মোকাব্বির খান ও শপথ নিয়েছেন জাহিদুর রহমান ।

জাতীয় সংসদ হুইপ ইকবালুর রহিম বলেন, এর মধ্যে বিএনপির বেশকিছু সংসদ সদস্য আমাদের সাথে যোগাযোগ করেছে। আমরা আশা করছি খুব দ্রুত তারাও শপথ গ্রহন করবেন। বাকি পাঁচ জন আমাদের সাথে কথা বলেছেন। মির্জা ফখরুলও আসতে চান, কিন্তু তিনি যেহেতু দলের সাধারণ সম্পাদক ওনার সাথের যোগাযোগ হচ্ছে। আমরা আশাবাদি ফখরুলসহ তারা সকলে সংসদে আসবেন।

তিনি আরো বলেন, আমাদের সাথে তারা নিজেরাই যোগাযোগ করছেন। আমরা তাদের কোন চাপ প্রয়োগ করছি না। বরং এলাকার জনগণ তাদের চাপ দিচ্ছে, তারা যেন সংসদে আসেন এবং জনগণের জন্য কথা বলেন। আরো একটা চাপ আছে, যারা নির্বাচিত হতে পারেনি তারা চাপ দিচ্ছে সংসদে না আসতে।

সংবিধানের ৭০ অনুচ্ছেদের উদাহরণ দিয়ে জাতীয় সংসদের হুইপ বলেছেন, দল থেকে বহিষ্কার করলেও নির্বাচিতদের সংসদ সদস্য পদ থেকে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়