শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৯, ০৭:০০ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৯, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ব শ্রমিক দিবসে প্রবাসী শ্রমিকদের বিনোদনের খোরাক জোগাতে মালয়েশিয়া যাচ্ছেন জেমস

আবু সুফিয়ান রতন : পহেলা মে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে প্রবাসী শ্রমিকদের বিনোদনের খোরাক জোগাতে মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় রকস্টার বাউল জেমস। আরও যাচ্ছেন একঝাঁক শোবিজ তারকা।

কনসার্টটি আয়োজন করছে মিস্টার প্রোডাকশন নামে একটি প্রতিষ্ঠান। কুয়ালালামপুরের ইন্টেগ্রিটেড কমার্শিয়াল কমপ্লেক্সের (আইসিসি) এইচএক্সসি গ্র্যান্ড বলরুমের এই কনসার্টটি হবে বলে জানান আয়োজক কমিটির অন্যতম কর্ণধার মাইদুল রাকিব।

অনুষ্ঠানে জেমসের অংশগ্রহণ করার বিষয়ে নিশ্চিত করেছেন তিনি। মাইদুল রাকিব বলেন, মে দিবস উপলক্ষে বেশ বড় পরিসরেই কনসার্টটি করতে চাচ্ছি আমরা। এখানে জেমস ভাই সহ চলচ্চিত্র এবং সংগীতাঙ্গনের অন্যান্য তারকারা থাকবেন। থাকবে চলচ্চিত্র শিল্পীদের আকর্ষণীয় পরিবেশনা। আশা করছি কনসার্ট মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীদের কাছে উপভোগ্য হবে।

অনুষ্ঠানের আয়োজকদের আরেকজন মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন, জেমসের আগমন ঘিরে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীদের মাঝে বেশ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আশা করি আমাদের আয়োজন সফল হবে।

আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে এটিএন বাংলা। এ আয়োজনে নগর বাউল জেমস ছাড়াও অংশ নেবেন একঝাঁক তারকা। তাদের মধ্যে নীরব, পিয়া বিপাশা, রিজভী, সামিয়া জামান, মোমো, সানজানা মিতু এবং আবু হেনা রনিরা থাকছেন।

অনুষ্ঠানে প্রবেশ মূল্য নির্ধারণ হয়েছে আসন ভেদে ১০০ ও ২০০ মালয়েশিয়ান রিঙ্গিত। টিকেট সংগ্রহের জন্য +601123619335 ও +60113356037 নাম্বারে যোগাযোগ করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়