শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৯, ০৪:১০ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৯, ০৪:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনকে কেন্দ্র করেই সুবর্ণচরে ধর্ষণ হয়, পুলিশের প্রতিবেদন সঠিক নয়, বললেন মালেকা বানু

জুয়েল খান : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট না দেয়ায় সুবর্ণচরের এক নারীকে ধর্ষণ করা হয়। পুলিশ অভিযোগপত্রে উল্লেখ করেছে পূর্ব শত্রুতার জের ধরে ওই নারীকে ধর্ষণ করা হয়েছে। তবে যে কারণেই ধর্ষণ করা হোক না কেন, ধর্ষণ একটা জঘন্যতম অপরাধ এবং এর সঙ্গে জড়িতদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে, এমনটাই মনে করেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ডা. মালেকা বানু।

তিনি বলেন, ধর্ষণের ঘটনায় একজন নারী প্রথমে বিচার পাওয়ার জন্য যার কাছে যান তিনি হলেন স্থানীয় থানার পুলিশ। আর এই জায়গাটা এখনও নারীবান্ধব হয়ে ওঠেনি। আমরা যতোই নারীবাদী কথা বলি আমাদের স্থানীয় থানা যতোদিন নারীবান্ধব না হবে, ততোদিন নারী নির্যাতনের বিচার শতভাগ হবে না। একজন তদন্তকারী কর্মকর্তা যে প্রতিবেদন দেবে সেই প্রতিবেদনের ওপরে ভিত্তি করে আদালতে বিচার কার্য পরিচালনা করা হবে, সুতরাং এই জায়গাতে সবার আগে নারীবান্ধব করে তুলতে হবে।

তিনি আরো বলেন, মিডিয়ার মাধ্যমে মানুষ তখনই জানতে পারে যে, নির্বাচনকে কেন্দ্র করে ধর্ষণের ঘটনা ঘটে তাহলে পুুলিশ কীভাবে প্রতিবেদনে দেয়, পূর্বশত্রুতার কারণে ধর্ষণ করা হয়েছে। তার মানে পুলিশ কোনো কারণে প্রভাবিত হয়ে এমন প্রতিবেদন দিয়েছে। পূর্ব শত্রুতার কারণ হলেও এর জন্য নারীকেই কেন বেছে নেয়া হলো। আমাদের সমাজ যখন এগিয়ে যাচ্ছে নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় তখন সমাজের কাছে যদি নারী নিরাপদ না থাকে তাহলে এই উন্নয়ন বিনষ্ট হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়