শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৯, ০৪:০০ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৯, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টুর্নামেন্টের ফরম্যাটের কারণেই বিশ্বকাপে স্পিনাররা বড় একটা ভূমিকা রাখবে বলে মনে করেন সাকিব আল হাসান

আমিরুল ইসলাম : বিশ^সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, এবার বিশ্বকাপে ১০টি দলই প্রথম পর্বে পরস্পরের বিপক্ষে খেলবে। ফলে অনেক লম্বা হবে টুর্নামেন্ট। আর এই লম্বা টুর্নামেন্টের শেষ দিকে ক্লান্ত উইকেটে স্পিনাররা বড় ভূমিকা রাখতে পারে। টুর্নামেন্টের ফরম্যাটের কারণেই স্পিনাররা এখানে বড় একটা ভূমিকা রাখবে। এটা খুব লম্বা একটা টুর্নামেন্ট। উইকেট শুষ্ক হয়ে যাবে, বিশেষ করে টুর্নামেন্টের শেষ দিকে। সূত্র : ইত্তেফাক

আমি মনে করি আইপিএলে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ঠিক করেছি। আমি নিজেকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে যা করার দরকার, তাই করছি। আমার হায়দারাবাদের হয়ে আরও কিছু ম্যাচ খেলতে পারলে ভালো হতো। কিন্তু সেটা হয়নি। আমি প্রস্তুতির কথা মাথায় নিলে সর্বোচ্চটাই করছি। আমি বাংলাদেশে বসে প্রস্তুতি নিতে পারতাম। কিন্তু এখানে আইপিএলেও সেটাই করছি। হায়দারাবাদের বিদেশিরা এতো ভালো করছে যে, আমার পক্ষে সুযোগ পাওয়া কঠিন ছিলো। বিশ^কাপ নিয়ে প্রত্যাশা আছে। সবসময়ই প্রত্যাশা থাকবে। একজন পেশাদার খেলোয়াড় হিসেবে এই প্রত্যাশা মেনে নিয়েই খেলতে হবে। আমি মনে করি বাংলাদেশ অনেক উন্নতি করেছে। আমরা সঠিক পথে আছি। এখন ¯্রফে টুর্নামেন্টে আমাদের ধৈর্যশীল হতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়