শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৯, ১২:১৬ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৯, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদির কুর্তার সাইজ মমতা জানলেন কি করে, প্রশ্ন রাজ বব্বরের

নিউজ ডেস্ক: প্রতি বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো কুর্তার সাইজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে জানলেন এমন প্রশ্ন তুলেছেন উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি রাজ বব্বর।

মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে পছন্দের কুর্তা তার জন্য উপহার হিসেবে পাঠান বলে এক সাক্ষাৎকারে দাবি করেছেন প্রধানমন্ত্রী মোদি। তার এ বক্তব্যের দুদিন পর গতকাল শুক্রবার কলকাতায় এক সংবাদ সম্মেলনে উত্তরপ্রদেশের কংগ্রেসের এ সভাপতি এমন প্রশ্ন তোলেন।

আর তৃণমূল নেত্রীকে আক্রমণ করে মন্তব্য করতে গিয়ে বিতর্ক তৈরি করেন উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি রাজ বব্বর।

তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের দুই প্রোডাক্ট বিশ্ববিখ্যাত। মিষ্টি ও কুর্তা। তবে আজ পর্যন্ত, মমতা জি আমাদের কাউকে ওই দুয়ের মধ্যে একটাও পাঠালেন না। ওনার উপহার দেওয়ার ইচ্ছা হয়েছিল, তাই শুধু একজনকেই পাঠিয়েছেন। অর্থাৎ, আপনারা বুঝতেই পারছেন, উনি কুর্তার সাইজ জানতেন। আগে তো আমরা মোদির ৫৬ ইঞ্চ ছাতি নিয়ে প্রশ্ন তুলতাম।'

মমতার বিজেপি বিরোধী অবস্থান নিয়ে প্রশ্ন তুলে রাজ বব্বর বলেন, ‘বাংলায় বিজেপির বৃদ্ধিতে মমতাই দায়ী। নির্বাচন সুষ্ঠু ও অবাধ হলে হারের ভয়ে সহিংসতার আশ্রয় নিয়েছে তৃণমূল কংগ্রেস। এটা খুবই লজ্জাজনক যে গণতন্ত্রের প্রতি এই দলের কোন সম্মান নেই।’

কংগ্রেসের পার্লামেন্ট সদস্য ও অভিনেতার পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জি। উল্টো অভিযোগ করে তিনি বলেন, ‘রাজ বব্বর অভিজ্ঞ রাজনীতিবিদ নয়, তাই তিনি ভদ্রতা জানেন না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়