শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৯, ১১:২৮ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৯, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে খেলোয়াড়দের স্টার বানায়, বললেন আশরাফুল

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপে ভালো পারফরমেন্সের মাধ্যমে বিশ্ব ক্রিকেটে নজরকাড়া সম্ভব। বাংলাদেশ দলের সাবেক অধিনায়কের দাবী, বিশ্বকাপ ক্রিকেটারদের স্টার বানাতে বড় ভূমিকা পালন করে।

মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহি, মোসাদ্দেক হোসেনরা বিশ্ব ক্রিকেটে ইতিমধ্যে নিজেকে প্রমাণ করলেও প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চ বিশ্বকাপে সেরা পারফরমেন্স দিয়ে সবার নজরে আসার সুযোগ রয়েছে তাদের সামনে।

দেশের নামের পাশাপাশি নিজের নাম ক্রিকেট বিশ্বে ছড়িয়ে দিবেন বাংলাদেশ দলের এই ক্রিকেটাররা, খুব করেই চাইছেন দেশের হয়ে ১৭৭ ওয়ানডে খেলা আশরাফুল। মিরপুর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘বিশ্বকাপ আসলে খেলোয়াড়দের স্টার বানায়। এখানে যদি আপনি ভালো খেলতে পারেন দেশের জন্য নাম হবে নিজের জন্যও নাম হবে। যেই ৭ জনের নাম হচ্ছে ওরা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের জন্য সুপার স্টার। ওরা কিন্ত ইতিমধ্যে প্রমাণ করেছে তারা কেমন পারফরম করতে সক্ষম। এখন শুধু আরেকটা ধাপ বাকি, যেখানে পুরো বিশ্ব ক্রিকেট দেখবে বাংলাদেশকে এবং এই খেলোয়াড়গুলোকে।’

বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে যাওয়া এই সাত ক্রিকেটারের বিশ্বকাপ শুভ হোক, চাওয়া আশরাফুলের। সকল ভীতি দূরে ঠেলে নিজেদের সামর্থ্যের সবটুকু দিয়ে খেলুক তারা, প্রত্যাশা করছেন তিনি। তার মতে, ‘এই ক্রিকেটারদের জন্য শুভ কামনা রইল। ওরা যেন ভয়ডরহীন ক্রিকেট খেলে এটাই আশা থাকবে। উইকেটগুলো খুব চমৎকার থাকবে ব্যাটিংয়ের জন্য। যারাই সুযোগ পাবে যেন বড় বড় ইনিংস খেলে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়