শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৯, ০৬:৩০ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৯, ০৬:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াতের সংস্কারপন্থীদের নতুন দল ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’

ইউসুফ আলী বাচ্চু : জামায়াতে ইসলামী ভেঙে নতুন দল গঠন করা হয়েছে। নতুন দলের নামকরণ করা হয়েছে ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’।

শনিবার দুপুরে রাজধানীর হোটেল একাত্তরে দলের নতুন নাম ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নতুন দলের সমন্বয়ক মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘প্রচলিত কোনো রাজনৈতিক ধারা বা দলের অনুসারী কিংবা অনুরক্ত নয়, এটা সম্পূর্ণ স্বাধীন উদ্যোগ একটি স্বতন্ত্র ধারা। জামায়াতে ইসলামীসহ বিদ্যমান কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক দল হবে সত্যিকার অর্থে ইনক্লুসিভ ও একটি ইতিবাচক বাংলাদেশ গড়ার নতুন রাজনৈতিক কার্যক্রম।'

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামীর ভূমিকার বোঝা পরবর্তী প্রজন্মের বহন করা উচিত নয় । মুক্তিযুদ্ধকালীন সময়ে মানবতাবিরোধী অপরাধ ও সংগঠনের বিরুদ্ধে অভিযোগ স্বচ্ছ ও স্বাধীনভাবে নিষ্পত্তি প্রয়োজন।

নতুন দল গঠন নিয়ে তিনি বলেন, কোন ধর্মভিত্তিক রাজনৈতিক দল গঠন করা হবে না। যে দল গঠন করা হবে তা ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত প্লাটফর্ম হবে।

মুজিবুর রহমান বলেন, স্বাধীনতার পর থেকে সব সরকারই জনগণের প্রকৃত রাজনৈতিক ক্ষমতায়নের পথকে রুদ্ধ করেছে। একই সাথে মুক্তিযুদ্ধের প্রকৃত প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মঞ্জু একসময় চট্টগ্রাম কলেজ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরেরও সভাপতি ছিলেন। বহিষ্কৃত হওয়ার আগে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়