শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৯, ০৬:১৯ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৯, ০৬:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুচিত্রা সেনের মেয়ে মুনমুনের সম্পদ বেড়ে ৯ কোটি রুপি, সোমবার ভোট

ফাতেমা ইসলাম : ভারতে লোকসভা নির্বাচন চলছে এদিকে চতুর্থ দফার নির্বাচনে প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে নানা তথ্য জানিয়েছে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা পশ্চিমবঙ্গ ইলেকশন ওয়াচ। কোন প্রার্থী হাসবেন আর কোন প্রার্থীর মুখে নামবে মেঘ, কার ভোট বাড়বে আর কার কমবে, তা জানা যাবে ২৩ মে, ফল ঘোষণার দিন। কিন্তু ভোটের আগেই প্রার্থীদের ভাঁড়ারের হিসেব -নিকেশ বলছে, গত পাঁচ বছরে রাজ্যের এক সাংসদ তথা এ বারের প্রার্থীর সম্পত্তি বেড়েছে পাঁচশো গুণেরও বেশি! আবার ওই সময়কালেই বাংলার এক সাংসদ এবং এ বারের প্রার্থীর সম্পত্তি কমে গিয়েছে প্রায় ২১ শতাংশ।

চতুর্থ দফার নির্বাচনে প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা পশ্চিমবঙ্গ ইলেকশন ওয়াচ। তারা জানিয়েছে, ২৯ এপ্রিল চতুর্থ দফার নির্বাচনে রাজ্যে মোট ৬৮ জন প্রার্থী লড়ছেন। তাঁদের মধ্যে ১৪ জন লড়েছিলেন ২০১৪ সালেও। ওই ১৪ জন ২০১৪ সালে হলফনামায় সম্পত্তির যে-হিসেব দিয়েছিলেন, তার সঙ্গে এ বারের হিসেবের তুলনামূলক বিচারে এই তথ্য বেরিয়ে এসেছে।

ওই সংস্থার রিপোর্ট অনুযায়ী, ওই ১৪ জনের মধ্যে গত পাঁচ বছরে সব থেকে বেশি সম্পত্তি বেড়েছে বাঁকুড়ার বিদায়ী সাংসদ এবং আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেনের। এই পাঁচ বছরে তাঁর সম্পত্তি বেড়েছে আট কোটি ৬২ লক্ষ টাকা। তবে আসানসোলের বিদায়ী সাংসদ বাবুল সুপ্রিয়ের পাঁচ বছরে সম্পত্তি কমেছে এক কোটি ৬০ লক্ষ টাকার। সম্পত্তি কমেছে বীরভ‚মের তৃণমূল সাংসদ এবং প্রার্থী শতাব্দী রায়েরও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়