শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৯, ০৬:০০ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৯, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের স্পেশাল টাস্কফোর্সের অভিযানে ১৩৯টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন

মাসুদ আলম : রাজধানীতে ৭৩৬টি গণপরিবহন তল্লাশী চালিয়ে ট্রাফিক আইন অমান্যকারী ১৩৯টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন, ১৮৭টি গাড়ি রেকারিং ও ৮টি গাড়ি ডাম্পিং করেছে ঢাকা মহানগর পুলিশের স্পেশাল টাস্কফোর্স। তার মধ্যে ট্রাফিক পূর্ব বিভাগ ধোলাইপাড় ও গুলিস্থান এলাকায় অভিযান চালিয়ে ১৬৫টি গাড়ি তল্লাশী করে ৩৫টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন, ৫১টি গাড়ি রেকারিং ও ৩টি গাড়ি ডাম্পিং করে। গতকাল দিনভর এ অভিযান চলে।
ডিএমপি সূত্রে জানা গেছে, ট্রফিক পশ্চিম বিভাগ মিরপুর-১৪, দিয়াবাড়ি ও বসিলা এলাকায় অভিযান চালিয়ে ১৮৬টি গাড়ি তল্লাশী করে ৪০টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন, ২৭টি গাড়ি রেকারিং ও ৪টি গাড়ি ডাম্পিং করে। ট্রাফিক উত্তর বিভাগ আমতলী ও পুলিশ প্লাজা খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে ১৯৫টি গাড়ি তল্লাশী করে ২৩টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন ও ৪৭টি গাড়ি রেকারিং করে।

এদিকে ট্রাফিক দক্ষিণ বিভাগ জিরো পয়েন্ট ও গোলাপ শাহ্ মাজার এলাকায় অভিযান চালিয়ে ১৯০টি গাড়ি তল্লাশী করে ৪১টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন, ৬২টি গাড়ি রেকারিং ও ০১টি গাড়ি ডাম্পিং করে । গণপরিবহনে শৃঙ্খলা আনতে গত ২৪ মার্চ থেকে শুরু হয়ে আগামী ১০ মে পর্যন্ত চলবে টাস্কফোর্সের এ কার্যক্রম। ফিটনেসবিহীন/রুট পারমিটহীন গণপরিবহন, ইন্টারসেকশনে এবং বাসস্ট্যান্ডে প্রতিযোগিতামূলক/আড়াআড়িভাবে চলাচলরত এবং অন্য পরিবহনকে বাধা প্রদানকারী গণপরিবহন, যত্রতত্র থামানো, যেখানে সেখানে যাত্রী উঠানামা করা, দরজা খোলা রেখে গণপরিবহন চালানো, লক্কর-ঝক্কর এবং মডেল আউট বাস সমূহের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে স্পেশাল টাস্কফোর্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়