শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৯, ০৫:৩১ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৯, ০৫:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিস্তা চুক্তি সই সময়ের ব্যাপার মাত্র, এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, বললেন পররাষ্ট্রমন্ত্রী

জান্নাতুল ফেরদৌসী: বহুল আলোচিত তিস্তা চুক্তি সই হওয়া সময়ের ব্যাপার মাত্র বলে মনে করেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। প্রতিবেশী ভারত ও বাংলাদেশ এ বিষয়ে অভিন্ন অবস্থানে বলেও জানান তিনি। তাই তিস্তার পানিবন্টন চুক্তি নিয়ে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। শনিবার (২৭ এপ্রিল) সকালে ফরেন সার্ভিস একাডেমি সুগন্ধায় ‘‘ওয়াটার ডিপ্লোম্যাসি” নিয়ে আট দিনব্যাপী সার্টিফিকেট কোর্সের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় মন্ত্রী বলেন, ভারত ও মিয়ানমারের সাথে শান্তিপূর্ণ উপায়ে সমুদ্র সীমা বিরোধ নিস্পত্তি আওয়ামী লীগ সরকারের বড় সাফল্য। পাশাপাশি ভারতের সাথে সই হওয়া গঙ্গার পানিচুক্তিকেও সাফল্য হিসেবে তুলে ধরেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিরোধ নিস্পত্তির পরও সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান শুরু করা যায়নি নানা কারণে। শিগগিরই তা শুরু হবে বলে ও আশার কথা শোনান ডক্টর মোমেন। তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া তেল গ্যাস অনুসন্ধান কাজে আগ্রহ দেখিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এই সার্টিফিকেট কোর্সে বিভিন্ন দফতরের তেইশ কর্মকর্তা অংশ নিচ্ছেন। অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব শহিদুল হক ছাড়াও একাডেমির প্রিন্সিপ্যাল বক্তব্য রাখেন। সূত্র: যমুনা টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়