শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৯, ০৫:০০ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৯, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে বড় ধরনের হামলা না হওয়ায় প্রমাণ হয় জঙ্গিদের আক্রমণের সক্ষমতা নেই, বললেন নুরুল হুদা

জুয়েল খান : অন্য সব দেশের তুলনায় বাংলাদেশে জঙ্গি মোকাবেলায় সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক শক্তিশালী ভূমিকা রাখছে। আর এই কারণে বাংলাদেশে এই মুহূর্তে বড় কোনো হামলার আশঙ্কা নেই বলে মনে করেন সাবেক আইজিপি নুরুল হুদা।

তিনি বলেন, বাংলাদেশে একেবারে কোনো ধরনের জঙ্গি হামলা হবে না সেই বিষয়টা নিশ্চিত করে বলা যাবে না। তাই এখন প্রশাসন এবং সরকারকে আরো বেশি সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন যে, দেশে জঙ্গি হামলার চেষ্টা চলছে বিষয়টা সঠিক। কারণ জঙ্গি সংগঠনগুলো সবসময় চেষ্টা করে যাতে হামলা চালানো যায় আর তাদের কাজই হচ্ছে মানুষ মারা। তাই তাদের একেবারে নির্মূল করা সম্ভব নয়। তবে সরকার ও প্রশাসনের কড়া নজরদারি এবং সাঁড়াশি অভিযানের কারণে বাংলাদেশের জঙ্গিদের বড় ধরনের হামলা করার মতো ক্ষমতা নেই। অন্যদিকে কয়েকদিন আগে কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তারা বলেছেন যে, দেশে বড় ধরনের জঙ্গি হামলার আসংঙ্কা নেই এটা তাদের প্রশাসনিক বক্তব্য। আইনশৃঙ্খলা বাহিনী সবসময় দেশের মানুষের নিরাপত্তা দিবে এবং  তারা মানুষকে আশ্বস্ত করবে এমনটাই সাভাবিক। তবে আমাদের দেশের ভেতরে নজরদারি আরো বাড়তে হবে। আমরা যদি আত্মতুষ্টিতে ভুগী তাহলে এই সুযোগে জঙ্গিরা আবার সংগঠিত হয়ে দেশে বড় ধরনের আক্রমণ করার জন্য তৈরি হতে পরে। তাই সরকার এবং প্রশাসনের জঙ্গি প্রতিরোধের তৎপরতা কোনোভাবেই  কমানো যাবে না।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়