শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৯, ০৪:৪৩ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৯, ০৪:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দল থেকে ছিটকে গেলেন বিলিংস, কপাল খুললো ফোকসের

স্পোর্টস ডেস্ক: নিজেদের ঘরের মাঠেই বিশ্বকাপের পর্দা উঠলেও ক্রিকেটরে বড় মঞ্চে নিজেকে চেনার ১৫ সদস্যের দলের জায়গা হয়নি ইংল্যান্ড জাতীয় দলের ক্রিকেটার স্যাম বিলিংস। তবে বিশ্বকাপ স্কোয়াডে সরাসরি জায়গা না হলেও নিজের সামর্থ্য প্রমাণ দিয়ে বিশ্বকাপ দলে ঢুকে যাওয়ার সুযোগও ছিল তার সামনে। পাকিস্তান এবং আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে জায়গা পেয়ে ছিলেন তিনি। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হল না তার ছোটে পড়ে দল থেকে ছিটকে গেলেন।

৩ মে আয়ারল্যান্ডের বিরুদ্ধে একমাত্র ওয়ান ডে এবং পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে ডাক পাওয়ায় আইপিএলের মাঝপথে দেশে ফেরেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে একটি মাত্র ম্যাচ খেলেন বিলিংস।

ভারত থেকে ফিরে বৃহস্পতিবার গ্ল্যামারগনের বিপক্ষে কেন্টের হয়ে ওয়ানডে কাপের ম্যাচ খেলার সময় বাম পাশের কাঁধে চোট পান বিলিংস। চোট কতটা গুরুতর সেটা পরীক্ষা করতে শুক্রবারই বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়েছেন তিনি। চিকিৎসকরা তাকে আগামী তিন থেকে পাঁচ মাস বিশ্রামের পরামর্শ দিয়েছে।

বিলিংসের পরিবর্তে দলে এসেছেন ২৬ বছর বয়সি উইকেটকিপার ব্যাটসম্যান বেন ফোকস। টেস্ট অভিষেক হলেও এখনও পর্যন্ত ইংল্যান্ডের হয়ে কোনও ওয়ানডে খেলেননি তিনি। দেশের হয়ে পাঁচটি টেস্টে ৩৩২ রান করেছেন ফোকস, গড় প্রায় ৪২ এর মত। টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করে নজর কাড়েন ফোকস। গত বছর নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেন ১০৭ রানের ইনিংস।

প্রসঙ্গত, বিশ্বকাপের আগে আগামী ৩ মে মালাহাইডে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচ খেলবে ইংল্যান্ড। এরপর ৫ মে সোফিয়া গার্ডেনে পাকিস্তানের বিপক্ষে খেলবে টি-টোয়েন্টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়