শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৯, ০২:০৬ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৯, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাডার্সফিল্ডকে উড়িয়ে শীর্ষে ফিরলো লিভারপুল

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে গোল উৎসবে মেতে উঠেছিলো লিভারপুল। অ্যানফিল্ডে আগেই অবনব নিশ্চিত হয়ে দলটিকে ৫-০ গোলে হারায় ইয়ুর্গেন ক্লরপের দল। এই লিগে শিরোপা লড়াই সময়ের সঙ্গে সঙ্গে হয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান নিয়ে ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের প্রতিদ্বন্দ্বীতা ছড়াচ্ছে উন্মাদনা। এ পর্বে হাডার্সফিল্ডকে স্বাগতিকরা। দুটি করে গোল করেছেন সালাহ ও সাদিও মানে। বিজয়ীদের আরেক গোলদাতা নাবি কেইতা।

ম্যাচ শুরুর ১৫ সেকেন্ডের মাথায় কেইতার গোলে এগিয়ে যায় প্রথম প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের লক্ষ্যে থাকা দলটি। প্রতিপক্ষের ভুল পাসে বল পেয়ে ডি-বক্সে বাড়ান সালাহ। প্লেসিং শটে গোলটি করেন গিনির মিডফিল্ডার। আর ২৩তম মিনিটে বাঁ দিক থেকে অ্যান্ড্রু রবার্টসনের বাড়ানো দারুণ ক্রসে হেডে বল জালে পাঠান সাদিও মানে।

প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রেখে বিরতির ঠিক আগে দারুণ নৈপুণ্যে স্কোরলাইন ৩-০ করেন সালাহ। ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ডের থ্রু বল ঠেকাতে এগিয়ে যান গোলরক্ষক। সেই সুযোগে ডান পায়ের শটে তার মাথার উপর দিয়ে জাল খুঁজে নেন মিশরের ফরোয়ার্ড।

৬৬তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলে লিভারপুল। জর্ডান হেন্ডারসনের ক্রসে জোরালো হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন মানে। ৮৩তম মিনিটে রবার্টসনের পাস ছোট ডি-বক্সে পেয়ে অনায়াসে দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোল করেন সালাহ।

৩৬ ম্যাচে ২৮ জয় ও সাত ড্রয়ে লিভারপুলের পয়েন্ট ৯১। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়