শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৯, ০৩:৪৭ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৯, ০৩:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা নিয়ে আনান কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা চলছে, বললেন ফিলিপ্পো গ্রান্ডি

শ.ম.গফুর,উখিয়া,কক্সবাজার: রোহিঙ্গাদের নিয়ে কফি আনান কমিশনের সিদ্ধান্তের বাস্তবায়নের চেষ্টা চলছে। পাশাপাশি মিয়ানমারের রোহিঙ্গা নারীদের স্বাধীনভাবে চলাফেরা, বাসস্থান, খাদ্য শিক্ষা, চিকিৎসাসহ নানা বিষয়ে আলোচনা করা হচ্ছে।

শুক্রবার (২৬ এপ্রিল) বিকেল তিনটার দিকে কক্সবাজারের একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি এই কথা বলেন।

ফিলিপ্পো গ্রান্ডি বলেন, ‘এসব বিষয়ে মিয়ানমারকে যুক্ত করার জন্য আমরা কথা বলছি। রোহিঙ্গা ইস্যুতে আমাদের সঙ্গে মিয়ানমারের যোগাযোগ অব্যাহত রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আমি বলেছি, রোহিঙ্গারা মিয়ানমারের জনগণ, তাদের ফিরিয়ে দিতে হলে মিয়ানমারকে নিতে হবে। এ বিষয়ে মিয়ানমার সরকারকে চাপ দেয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘এখনো নিরাপদ নয় মিয়ানমার। রাখাইনে এখনো বিচ্ছিন্ন সন্ত্রাসবাদ রয়েছে। আমি আরকান আর্মির বিষয়টিও তুলে ধরব। বাংলাদেশে রোহিঙ্গারা পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে।’

ভাসানচরে রোহিঙ্গাদের নেয়ার উদ্যোগ কেন বাস্তবায়ন হচ্ছে না এমন প্রশ্নের জবাবে তিনি কোন উত্তর না দিয়ে এড়িয়ে যান।এ সময় উপস্থিত ছিলেন, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল (হিউম্যান এ্যাফেয়ারস) মার্ক লোকক ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর মহাপরিচালক এন্তোনিও ভিতোরিনো।এরআগে, তারা উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরের ১১ ১৬ ও ১৭ নং ক্যাম্প পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়