শিরোনাম
◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৯, ০৩:২৪ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৯, ০৩:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ববাসীকে দেখাতে সরকারের চেষ্টা থাকবে বিএনপির কারো নেয়ানোর, বললেন রুমিন ফারহানা

ফাহিম বিজয় : ব্রুনাই থেকে ফিরে প্রথামত গণভবনে সাংবাদিক সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সাংবাদিক সম্মেলনে খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়টি উত্থাপিত হয়। প্রধানমন্ত্রী স্পষ্টতই বলেন, প্যারোলে মুক্তি পেতে হলে আবেদন করতে হয়। কিন্তু বেগম জিয়া এখনো কোন আবেদন করেননি। বিবিসি বাংলা

প্রধানমন্ত্রী বলেন, বিএনপিকে কোন চাপের মুখে শপথ নিতে বাধ্য করা হয়নি। তিনি বলেন, বিএনপির যারা শপথ নিয়েছেন তাদের ব্যাপারে মন্তব্য করার কিছু নেই।

উল্লেখ্য খালেদা জিয়া প্রায় দেড় বছর ধরে কারাগারে রয়েছেন। এদিকে গণফোরামের দুইজন এবং বিএনপির একজন সাংসদ হিসেবে শপথ নিয়েছেন।

বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেন, চাপের মুখে তাদের লোকদের শপথ নিতে বাধ্য করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে কোন চাপ নেই। আমরা চাপ দেব কেন? প্রধানমন্ত্রী বলেন, সংশিষ্টরা বলেছেন, তারা তাদের নির্বাচনী এলাকায় জনগণের চাপের মুখে শপথ নিয়েছেন। সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, বেগম জিয়ার বিরুদ্ধে আমরা মামলা করিনি। তিনি কোন রাজনৈতিক কারণে কারাগারে নেই। ফলে আমাদের দোষ দেয়ার কিছু নেই।

বিবিসিকে এব্যাপারে বিএনপির নেত্রী রুমিন ফারাহানা বলেন, আগের রাতে ভোট হয়ে গেছে একথা সকলের জানা। সারা বিশ^ই একথা জানে। বিএনপির চেয়ে আওয়ামীগেরই বেশি মাথা ব্যথা। কেন বিএনপি শপথ নিচ্ছে না এ পরামর্শ তারা বহুবার দিয়েছে। সরকার বিশ^কে জানাতে চায় বিএনপি শপথ নিচ্ছে এবং নির্বাচন ছিল অংশগ্রহণমূলক। বিশ্ববাসীকে আমরা আগেই ভুয়া নির্বাচন নিয়ে জানিয়ে দিয়েছি। তারা তা জানেও।

যাহোক, সরকারের আপ্রাণ চেষ্টা থাকবে যাতে বিএনপির কাউকে দিয়ে শপথ নেয়াতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়