শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৯, ০২:৫৭ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৯, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারেক মাসুদের নামে স্টেডিয়াম করার ঘোষণা

ফাহিম বিজয় : দেশের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন প্রায় ৮ বছর আগে। অথচ তার মতো গুণী নির্মাতার স্মরণে তার জন্মস্থান ফরিদপুরের ভাঙ্গায় নেই কোনো স্থাপনা, সংগ্রহশালা কিংবা লাইব্রেরি! বিষয়টিকে ভাঙ্গাবাসীর জন্য ‘লজ্জাজনক’ বললেন বর্তমান ভাঙ্গার সংসদ সদস্য নিক্সন চৌধুরী। চ্যানেল আই

ফরিদপুরে নির্মাণাধীন আন্তর্জাতিক মানের জাতীয় স্টেডিয়ামটি তারেক মাসুদের নামে ঘোষণা করেছেন তিনি।

তারেক মাসুদ প্রসঙ্গে শুক্রবার সাংবাদিকদের বলেন, ক’দিন আগে তারেক মাসুদ স্মরণে ভাঙ্গায় আয়োজিত একটি বইমেলায় উপস্থিত হয়েছিলাম। সেখানে আমি বলেছি, তারেক মাসুদের মতো মানুষ আমাদের গর্ব। তাকে নিয়ে সারা বাংলার মানুষ গর্ব করে, অথচ ভাঙ্গাতেই তাকে স্মরণ করার মতো কিছু নেই। এটা ভাঙ্গাবাসীর জন্য অত্যন্ত লজ্জার।

অথচ তিনি চিরনিদ্রায় শায়িত আছেনও ভাঙ্গাতে। সরকারকেও এখন পর্যন্ত তাকে নিয়ে কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি।

নিক্সন চৌধুরী বলেন, ভালো কাজের শুরুতে বাধা আসবেই। ভাঙ্গায় নির্মাণাধীন এই স্টেডিয়ামটি তারেক মাসুদের নামে করার ঘোষণা দেয়ায় প্রথমে বাধা পেয়েছি। কিন্তু আমিতো থেমে যাওয়ার পাত্র নই। এখন স্টেডিয়ামের কাজ চলছে, নামফলকের বিষয় যখন আসবে, তখন তারেক মাসুদের নামটিই স্থাপন করা হবে। স্টেডিয়ামটি তারেক মাসুদের নামে হোক, সমন্বয় কমিটিতেও আমি তা প্রস্তাব করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়