শিরোনাম
◈ সুপেয় পানি ও স্যানিটেশনে ৩৪০০ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক ◈ কমিশন বাড়ানোসহ ২৪ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখার দাবি মালিকদের ◈ ভর্তুকির পরও এলএনজি আমদানিতে ঘাটতি ১১ হাজার কোটি টাকা! ◈ তুচ্ছ ঘটনায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী! ◈ নাহিদ রানা ও রিশাদ পা‌কিস্তান থে‌কে দে‌শে ফির‌লেন ◈ নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করতে পারলো না বাংলাদেশ ◈ ভারতীয় গণমাধ‌্যমের  সাংবা‌দিকতার মান নি‌য়ে প্রশ্ন তুল‌লেন পা‌কিস্তা‌নের শহীদ আ‌ফ্রিদি ◈ ট্রাম্পের ঘোষণার পর যুদ্ধবিরতির তথ্য নিশ্চিত করে যা বলল ভারত-পাকিস্তান ◈ শেখ হাসিনার সহকারী প্রেস সচিব বিটু ও সাবেক এমপি শামীমা গ্রেফতার ◈ ভারত-পাকিস্তান কি পরমাণু বোমা ব্যবহার করতে পারে? রাষ্ট্রীয় নীতিতে যা আছে: আল জাজিরার বিশ্লেষণ

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৯, ০২:৫২ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৯, ০২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর আহ্বানে জুমার খুতবায় জঙ্গি ও সন্ত্রাসবিরোধী বয়ান ইমামের

মোহাম্মদ মাসুদ : প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে পবিত্র কোরআন ও হাদিসের মহান বানী তুলে ধরে দেশের বিভিন্ন স্থানে জুমার নামাজের খুতবায় জঙ্গি ও সন্ত্রাসবিরোধী বয়ান করেছেন ইমামরা। যে কোনো ধরনের সন্ত্রাস দমনে সরকারকে সহায়তার আশ্বাস দেন তারা। এমন বক্তব্য ধর্মীয় সম্প্রীতিকে সুদৃঢ় করবে বলে মনে করেন মুসল্লিরা। সময়টিভি

যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলো, সে যেনো পুরো মানবজাতিকে হত্যা করলো, ইসলামের এমন সুমহান বাণী মনপ্রাণ দিয়ে শুনেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। প্রধানমন্ত্রীর আহ্বানকে স্বাগত জানিয়ে শুক্রবার (২৬ এপ্রিল) রাজধানীর পাশাপাশি রাজশাহীর প্রতিটি মসজিদে জুমার নামাজের খুতবার আগে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা করেন ইমামরা।

খুলনা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল খায়ের মো. জাকারিয়া বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হয়ে এটিকে প্রতিহত করতে হবে।

সারা বিশ্বে ধর্মের নামে সন্ত্রাসবাদ ও জাতিগত দাঙ্গাকে নিন্দা জানিয়ে চট্টগ্রামে জুমার খুতবার আগে আলোচনা করেন ইমামরা। যুবসমাজকে সঠিক পথে রাখতে প্রকৃত ধর্মীয় শিক্ষার পাশাপাশি তাদের প্রতি নজরদারি রাখতে পিতা-মাতার প্রতি আহ্বান জানানো হয়।

রহমতগঞ্জ জামে মসজিদের ইমাম মাওলানা হাসান মাসুদ বলেন, আমাদের নবীজী নিজে ইহুদীদের বাড়িতে দাওয়াত গ্রহণ করে সেখানে খাওয়াদাওয়া করেছেন। কাজেই ধর্মের নামে জঙ্গিবাদ ইসলাম সমর্থন করে না।

ফেনীর জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান বলেন, জঙ্গিবাদের সাথে জড়িতদের ধরিয়ে দেয়া প্রত্যেক মুসলমানের নৈতিক দায়িত্ব।
প্রশাসনের নির্দেশনা পেয়ে ফেনীতে জুমার খুতবার আগে, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে পবিত্র কোরআন ও মহানবী এর উদ্ধৃতি দিয়ে আলোচনা করেন খতিব ও ইমামরা। এসময় সম্প্রতি শ্রীলংকার গির্জায় বোমা হামলায় নিহতদের শান্তি কামনা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়