শিরোনাম
◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ◈ ভারত থেকে আসবে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ 

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৯, ০১:২২ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৯, ০১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭৫’র পর প্রথম সুইডেনে শেখ রেহানাই রাজনৈতিক কথা বলে, জানালেন প্রধানমন্ত্রী

সমীরণ রায় : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৭৫’র ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার স্বপরিবারে হত্যার পর আমার ছোট বোন শেখ রেহানাই প্রথম সুইডেনে রাজনৈতিক কথা বলে।

শুক্রবার প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ব্রুনাই সফর শেষে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি ছিলাম ছাত্রলীগের নেত্রী। স্কুল জীবন থেকে ছাত্র রাজনীতি শুরু করেছি। কখনও ভাবিনি আওয়ামী লীগের সভাপতি হবো। কিন্তু ৭৫’র পর আমরা কোনো কথা বলতে পারিনি। শুধুমাত্র আমার ছোট বোন শেখ রেহানাই প্রথম কথা বলেছিলো।

তিনি বলেন, ৭৫’র ১৫ আগস্ট পর আমাদের দেশে আসতে দেওয়া হয়নি। সেকারণেই ইংল্যান্ডে থাকা অবস্থা বাঙলীরা যেসব এলকায় থাকতেন, সেখানে গিয়ে কথা বলেছি। ঘুরে ঘুরে সংগঠন করেছি। ওই সময় প্রথম ১৫ আগস্ট আমি এক সমাবেশে বক্তব্য রাখলাম। তখন থেকে ভাবলাম, রাজনীতি করা উচিত। স্যার টমাস উইলায়মস বাংলাদেশে আসতে চাইলেন বঙ্গবন্ধু হত্যার তদন্ত করতে। কিন্তু জিয়াউর রহমান আসতে দিলেন না। এর পর দেশে এসে দলের দায়িত্ব নিলাম। অনেক চড়াই উৎড়াই পার করেছি। কিন্তু মিডিয়া কখনও পক্ষে ছিলো না। সব সময়ই বৈরিতা করেছে।

এ সময় আওয়ামী লীগের সিনিয়র নেতারাসহ বিভিন্ন সরকারি উচ্চ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়