শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৯, ০১:১৩ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৯, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকইনফোর সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশের অধিনায়ক পাকিস্তানের ইমরান খান

স্পোর্টস ডেস্ক : দ্বাদশ ওয়ানডে বিশ্বকাপের আসর মাঠে গড়াবে ৩০ মে থেকে। ইংল্যান্ড অ্যাণ্ড ওয়েলসের ১০টি মাঠে প্রায় দেড়মাস ধরে চলবে এ ক্রিকেট লড়াই। যা উপভোগ করবে বিশ্বের কোটি কোটি দর্শক। ১৪ জুলাই লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে নির্দিষ্ট একটি দলের হাতে শিরোপা তুলে দেয়ার মধ্যদিয়ে শেষ হবে এ মহাযজ্ঞ।

এ আসর শুরুর আগে আগের আসরগুলো নিয়েও চলছে আলোচনা। চুলচেরা বিশ্লেষণ চলছে আগের এগারটি আসরের সেরা খেলোয়াড় কারা এ নিয়ে। সম্প্রতি এমনই একটি বিশ্লেষণ থেকে বিশ্বকাপের সর্বকালের সেরা একাদশ বাছাই করেছে ক্রিকেটের বিখ্যাত সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো।

যেখানে বর্তমান সময়ের কোনও খেলোয়াড়ের সুযোগ হয়নি। নেই বাংলাদেশের কোনও ক্রিকেটার। উপমহাদেশ থেকে জায়গা পেয়েছেন পাঁচজন। এর মধ্যে পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে জায়গা পেয়েছেন দুজন করে আর ভারত থেকে বেছে নেওয়া হয়েছে একজন ক্রিকেটার। অস্ট্রেলিয়ার হয়ে প্রতিনিধিত্ব করছেন চারজন। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের রয়েছেন একজন করে।

এ দলের অধিনায়ক হিসেবে বিবেচিত হয়েছে ১৯৯২ সালে পাকিস্তানকে বিশ্বকাপ পাইয়ে দেয়া অধিনায়ক ইমরান খান। উইকেটের পেছনে রাখা হয়েছে গিলক্রিস্টকে। দলের একমাত্র বাঁ হাতি পেসবোলার ওয়াসিম আকরাম।

এ দল তৈরি সম্পর্কে ক্রিকইনফো জানায়, আমাদের ২২ কর্মী-সদস্য তাদের বিশ্বকাপের সেরা একাদশ ঠিক করেন। সেখান থেকেই আমরা একটি যৌথ দল গঠন করেছি। মোট ৩৯জন ক্রিকেটার থেকে ২২জন ক্রিকইনফো সদস্য পছন্দের একাদশ ঠিক করেন। সেরা ১১জনের অনেকেই একাধিক জনের পছন্দের তালিকায় ছিলেন। তবে ওয়াসিম আকরামই একমাত্র ক্রিকেটার যিনি ২২জনের তালিকাতেই ছিলেন।

প্রথম ১০জন ঠিক হওয়ার পর প্রবল প্রতিযোগিতা হয় ১১তম জনের জন্য। যেখানে প্রতিদ্বন্দ্বী খেলোয়াড় ছিলেন কুমার সাঙ্গাকারা, সনাৎ জয়সুরিয়া, স্টিভ ওয়াহ, কপিল দেব ও এবি ডি’ভিলিয়াস। শেষ পর্যন্ত লড়াই উতরে নাম ওঠে সাঙ্গাকারার।

একাদশের ব্যাটিং লাইনআপ সাজানো হয়েছে ওপেনিংয়ে অস্ট্রেলিয়ার গিলক্রিস্টের সঙ্গে নামবেন ভারতের ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার। তিন, চার ও পাঁচ নম্বরের দায়িত্বে রয়েছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভিয়ান রিচার্ডস এবং শ্রীলঙ্কান কুমার সাঙ্গাকারা। ছয় নম্বরে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান। সাত নম্বরে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার।

আট নম্বরে ব্যাট করতে নামবেন সবার পছন্দ ক্রিকেট ইতিহাসের সেরা বাঁ হাতি পেসার সুইং অব সুলতান খ্যাত পাকিস্তানের ওয়াসিম আকরাম। শেষ তিনে রয়েছেন তিনজন বিশেষজ্ঞ বোলার। যারা বল হাতে ক্রিকেটের ইতিহাস বদলে দিয়েছিলেন। তারা হলেন, অস্ট্রেলিয়ার লেগ স্পিনার শেন ওয়ার্ন, শ্রীলঙ্কার অফ স্পিনার মুত্তিয়া মুরালিধরণ ও অস্ট্রেলিয়ার তারকা পেস বোলার গ্লেন ম্যাকগ্রা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়