শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৯, ১২:০৭ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৯, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃহৎ ও মাঝারি ঋণের পাশাপাশি কৃষি ঋণেও পড়েছে খেলাপির ছায়া

রমজান আলী : ২০১৯-২০ অর্থবছরের প্রথম আট মাসে কৃষি খাতে ১৬ হাজার ২৬৪ কোটি টাকার ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো। যার মধ্যে খেলাপি হয়েছে ৪ হাজার ৬১১ কোটি টাকা। যা মোট বিতরণের ১১ দশমিক ২৭ শতাংশ। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
খেলাপি হওয়া ৪ হাজার ৬১১ কোটি টাকা কৃষি ঋণের মধ্যে রাষ্ট্রায়ত্ত ৮ ব্যাংকেরই ৪ হাজার ৩৬৯ কোটি টাকা। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) এর। বিদায়ী অর্থবছরে ব্যাংকটি নতুন ঋণ বিতরণ করেছে ৪ হাজার ২৩৯ কোটি টাকা। কিন্তু বিকেবি’র (আউটস্ট্যান্ডিং) চলমান কৃষি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৫ হাজার ৪৬৬ কোটি টাকায়। এদিকে ব্যাংকটির কৃষি ঋণে খেলাপির পরিমাণ ১ হাজার ৭৪৮ কোটি টাকা। যা মোট বিতরণকৃত ঋণের ১১ দশমিক ৩১ শতাংশ। এরপরেই রয়েছে সোনালী ব্যাংক (১,৩১৩ কোটি) এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (৭৫১ কোটি)।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরবিডি) ও ব্যাংক খাত মিলে মার্চ মাস পর্যন্ত মোট ১৬ হাজার ৯৮৮ কোটি টাকার কৃষি ঋণ বিতরণ করা হয়ছে। আগের বছরের একই সময়ে কৃষি ঋণ বিতরণের পরিমাণ ছিল ১৬ হাজার ২১৪ কোটি টাকা। এ হিসেবে এবছর ৭৭৪ কোটি টাকার কৃষি ঋণ বিতরণ বেড়েছে।

উল্লেখ্য, ২০১৮-১৯ অর্থবছরে মোট ২১ হাজার ৮০০ কোটি টাকা কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা ২০১৭-১৮ অর্থবছরের তুলনায় প্রায় ৬.৮৬ শতাংশ বেশি। কৃষি ও পল্লী ঋণের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় চলতি অর্থবছরে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক সমূহের জন্য ৯ হাজার ৮৭৫ কোটি টাকা এবং বেসরকারি ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকসমূহের জন্য ১১ হাজার ৯২৫ কোটি টাকা কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

গত (২০১৭-১৮) অর্থবছরে কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ২০ হাজার ৪০০ কোটি টাকা। ওই অর্থবছর বিতরণ হয় ২১ হাজার ৩৯৪ কোটি টাকা এবং আদায় হয় ২১ হাজার ৫০৩ কোটি ১১ লাখ টাকা। অর্থাৎ বিদায়ী অর্থবছরেও কৃষিঋণ বিতরণের তুলনায় আদায় বেশি ছিল। প্রাপ্ত তথ্যমতে, গত মার্চ মাস শেষে দেশের ব্যাংক খাতের বিতরণ করা কৃষিঋণের স্থিতি দাঁড়িয়েছে ৪০ হাজার ৯২২ কোটি টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়