শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৯, ১১:২৮ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৯, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সকলের সহায়তায় দিরাই’র আলিফার সফল অস্ত্রোপচার

সালমান মিয়া : দিরাইয়ে জটিল রোগে আক্রান্ত শিশু আলিফা কে বাঁচাতে এগিয়ে আসুন শিরোনামে কালনী ভিউ টুয়েন্টিফোর ডটকমে সংবাদ প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক সংগঠন ও বিশিষ্টজনদের সহায়তায় অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
জটিল রোগে আক্রান্ত আলিফা (২) কয়েকদফা অস্ত্রোপচারের পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি ফিরেছে।

জন্মের পর থেকেই মলত্যাগের রাস্তা ছিল না আলিফার, হতদরিদ্র আলিফার পরিবারের পক্ষে এর স্থায়ী সমাধান করার সামর্থ না থাকায় বহু কষ্টে মলত্যাগের বাইপাস রাস্তা করান তার দিনমজুর পিতা-মাতা। দিনদিন আলিফার অবস্থার অবনতি হওয়ায়, দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমন রায়ের পরামর্শে কালনী ভিউ টুয়েন্টিফোর ডটকমে চিকিৎসার জন্য সহায়তায় ছেয়ে সংবাদ প্রকাশিত হয়।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক সংগঠন দিরাই শাল্লার জনস্বার্থে এফবি গ্রুপ নেতৃবৃন্দের নজরে আসে, আলিফার চিকিৎসার জন্য নগদ ৪০ হাজার টাকা প্রদান করেন তাঁরা, প্রয়োজনে আরো সহায়তা করার আশ্বাস দেন। পরে তার চিকিৎসা সহায়তা এগিয়ে আসেন সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক সংগঠন দিরাই থানা পাবলিক গ্রুপ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। আলিফা কে পাঠানো হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় দীর্ঘদিন ভর্তি অবস্থায় চিকিৎসা নিতে হয় আলিফার।

পরে সিলেট মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক, সিলেট কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামসুল ইসলামের সহযোগিতায় মেডিকেল বোর্ড গঠন করে কয়েকদফা অস্ত্রোপচারের পর অনেকটা সুস্থ হয়ে বাড়ি ফিরে শিশু আলিফা। এদিকে শিশু আলিফার চিকিৎসা সফল ভাবে সম্পন্ন হওয়ায় তার পিতা-মাতা সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়া বিকাশের মাধ্যমে ও অনেকে সামর্থ অনুযায়ী নগদ আর্থিক সহায়তা করেছেন।

আলিফার চিকিৎসায় এগিয়ে আশা সকলকে কালনী ভিউ পরিবারের পক্ষ থেকে ও অভিনন্দন কৃতজ্ঞতা জানিয়ে কালনী ভিউ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক মুজাহিদুল ইসলাম সর্দার বলেন বিত্তবানদের সহায়তায় এরকম হাজারো আলিফা বাচঁতে পারবে। শিশু আলিফার পরিবার দারিদ্রতার কাছে হারমানলে ও মানবিকতার কারনে আজ জন্ম থেকে জটিল রোগ বয়ে বেড়ানো শিশু আলিফা জয়ী হয়েছে। আরো দশটা শিশুর মতো সুস্থ জীবন নিয়ে বাঁচতে পারবে দিরাই উপজেলার কর্ণগাও গ্রামের শিশু আলিফা বেগম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়