শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৯, ০৭:১২ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৯, ০৭:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই মাস না যেতেই ধসে পড়লো নিরাপত্তা দেয়াল

মৌরী সিদ্দিকা : নির্মাণের দুই মাস না যেতেই ধসে পড়েছে কুমিল্লার নোয়াগাঁও-বেলতলী সড়কের নিরাপত্তা দেয়াল। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, প্রায় দশ কোটি টাকার এই প্রকল্পের নির্মাণ কাজের গুণগত মান নিয়ে। ঘটনা তদন্তে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলীকে প্রধান করে ৩ সদস্যের কমিটি করা হয়েছে।-ডিবিসি

কুমিল্লার নওয়াব বাড়ি চৌমুহনী এলাকা থেকে বেলতলী ব্রিজ পর্যন্ত ৯ কিলোমিটার সড়কের পাশে নির্মাণ করা হয় দৃষ্টিনন্দন নিরাপত্তা দেয়াল। দুই মাস না যেতেই গত বৃহস্পতিবার হঠাৎ ধসে পড়ে দেয়ালের দুইশ মিটার অংশ।

কাজ শেষ হতে না হতে দেয়াল ধসে পড়ায় দায়সারা উন্নয়ন ও দুর্নীতির অভিযোগ করেন স্থানীয়রা। তারা জানায়, বর্তমানে যে কাজগুলো হচ্ছে তা অনেকটা ওয়ান টাইম কাজ হচ্ছে, লোক দেখানো কাজ হচ্ছে উন্নয়নের জন্য হচ্ছে না। এর ফলে আমাদের উন্নয়ন না হয়ে আরও ক্ষতি হচ্ছে।

খাল খনন ও রাস্তায় ভারী যানবাহন চলাচলের ফলে দেয়ালটির গোড়ার মাটি সরে যাওয়ায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মো: শফিকুর রহমান। তিনি বলেন, এটি ধসে পড়ার কারণ হচ্ছে এই রাস্তা দিয়ে অনেক ভারি যন্ত্রপাতিসহ ওভারলোডেড গাড়ি যাতায়াত করেছে। এছাড়া খাল খননের সময় মাটি সরিয়ে ফেলেছে এটাও একটা কারণ। এর ফলে রাস্তার গোড়ার মাটি সরে যাওয়ার কারণেই দেয়ালটি ধসে পড়েছে।

আর, দেয়াল ধসের কারণ হিসেবে সিটি কর্পোরেশনের বেখায়ালীপনাকেই দুষছেন ঠিকাদার। ঠিকাদার প্রতিষ্ঠান হক এন্টারপ্রাইজের পরিচালক মানিক সাহা বলেন, আমরা আমাদের কাজ সঠিকভাবেই করেছি। সিটি কর্পোরেশনের গাফিলতির কারণেই দেয়াল ধসে পড়েছে।

দীর্ঘমেয়াদী ও টেকসই কাজ নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নেবে সিটি কর্পোরেশন এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়